Matthew 21

Matthew 21:2

যীশু তাঁর দুই শিষ্যকে কি বলেছিলেন তারা কি খুঁজে পাবে তাদের উল্টো দিকের গ্রামে ?

যীশু বলেছিলেন তারা একটা গাধা ও তার একটা বাচ্চা বাঁধা অবস্থায় পাবে .

Matthew 21:4

এই ঘটনার ব্যপারে ভাববাদী কি ভবিষৎবাণী করেছিলেন ?

ভাববাদী ভবিষৎবাণী করেছিলেন যে সেই রাজা গাধায় চড়ে আসবেন এবং গাধার বাচ্চায় চড়ে আসবেন .

Matthew 21:5

Matthew 21:8

লোকেরা যিরুশালেমের রাস্তায় কি করেছিল যে রাস্তা দিয়ে যীশু যাচ্ছিলেন ?

লোকেরা তাদের গায়ের কাপড় রাস্তায় পেতে দিয়েছিল এবং রাস্তায় গাছের ডাল বিছিয়ে দিয়েছিল.

Matthew 21:9

লোকেরা কি বলে চিৎকার করছিল যখন যীশু সেখান থেকে গিয়েছিলেন ?

লোকেরা চিৎকার করে বলেছিল, "হোশান্না দায়ূদ সন্তান, ধন্য, যিনি প্রভুর নাম আসছেন, উর্দ্ধলোকে হোশান্না" .

Matthew 21:12

যীশু কি করেছিলেন যখন তিনি যিরুশালেমের মন্দিরে প্রবেশ করেছিলেন ?

যীশু সবাইকে তাড়িয়ে দিয়েছিল যারা মন্দিরে কেনা ও বেচা করছিল এবং যারা টাকা পরিবর্তন এবং পায়রা বিক্রি করছিল তাদের টেবিল উল্টে দিয়েছিল .

Matthew 21:13

যীশু কি বলেছিলেন ব্যবসায়ীরা ঈশ্বরের মন্দিরকে কিসে পরিনত করেছিল ?

যীশু বলেছিলেন যে ব্যবসায়ীরা ঈশ্বরের মন্দিরকে ডাকাতদের গুহায় পরিনত করেছিল.

Matthew 21:15

যা বলে শিশুরা যীশুর বিষয়ে চিৎকার করছিল সেই বিষয়ে যখন মহাযাজক এবং অধ্যাপকেরা প্রতিবাদ করেছিল, যীশু তাদের কি বলে ছিলেন ?

যীশু ভাববাদীর কথা উল্লেখ করেছিলেন যিনি বলেছিলেন যে ঈশ্বর শিশুদের ও দুগ্ধপোষ্যদের মুখ দিয়ে প্রশংসা সম্পন্ন করবেন.

Matthew 21:16

Matthew 21:18

যীশু ডুমুর গাছকে কি এবং কেন করেছিলেন ?

যীশু ডুমুর গাছকে শুকিয়ে দিয়েছিলেন কারণ এটায় কোন ফল ছিল না.

Matthew 21:19

Matthew 21:20

ডুমুর গাছ শুকিয়ে যাওয়া থেকে যীশু তাঁর শিষ্যদের প্রার্থনার বিষয়ে কি শিক্ষা দিয়েছিলেন ?

যীশু তাঁর শিষ্যদের শিক্ষা দিয়েছিলেন যে যদি তারা বিশ্বাসে প্রার্থনায় চায়, তবে তারা তা পাবে.

Matthew 21:22

Matthew 21:23

যে সময়ে যীশু শিক্ষা দিচ্ছিলেন, কোন বিষয়ে মহাযাজক ও প্রাচীনেরা তাঁকে প্রশ্ন করেছিলেন ?

সেই মহাযাজক ও প্রাচীনেরা জানতে চান যীশু কোন ক্ষমতায় এসব করছেন.

Matthew 21:25

কেন মহাযাজক ও অধ্যাপকেরা উত্তর দিতে চায়নি যে যোহনের বাপ্তিস্ম ছিল স্বর্গ থেকে ?

তারা জানত যে যীশু তাহলে তাদের জিজ্ঞাসা করবে কেন তারা যোহনকে বিশ্বাস করেনি .

Matthew 21:26

কেন মহাযাজক ও অধ্যাপকেরা উত্তর দিতে চায়নি যে যোহনের বাপ্তিস্ম ছিল মানুষের থেকে ?

তারা জনতাকে ভয় পেয়েছিল, যারা যোহনকে ভাববাদী বলে মানত.

Matthew 21:28

যীশুর গল্পে, দুই ভাইয়ের কোন ভাই পিতার ইচ্ছা পালন করেছিল ?

সেই ছেলে যে প্রথমে বলেছিল সে যাবে না এবং কাজ করবে না, কিন্তু পরে সে তার মন পরিবর্তন করে এবং কাজ করতে যায়.

Matthew 21:31

কেন যীশু বলেছিলেন যে মহাযাজক ও অধ্যাপকদের আগে করগ্রাহী এবং বেশ্যারা স্বর্গে প্রবেশ করেছে ?

যীশু বলেছিলেন তারা স্বগ রাজ্যে প্রবেশ করেছে কারণ তারা যোহনকে বিশ্বাস করেছে, কিন্তু মহাযাজক ও অধ্যাপকেরা যোহনকে বিশ্বাস করেনি .

Matthew 21:32

Matthew 21:35

আঙ্গুর চাষীরা সেই দাসেদের সাথে কি করেছিলে যাদের বাগানের মালিক পাঠিয়ে ছিল তাঁর আঙ্গুর নিতে ?

আঙ্গুর চাষীরা সেই দাসেদের একজনকে মারে, একজনকে খুন করে এবং একজনকে পাথর মারে .

Matthew 21:36

Matthew 21:37

শেষ পর্যন্ত বাগানের মালিক কাকে পাঠিয়ে ছিল চাষীদের কাছে ?

বাগানের মালিক শেষ পর্যন্ত নিজের ছেলেকে পাঠিয়ে ছিল.

Matthew 21:38

আঙ্গুর চাষীরা সেই ব্যক্তির সঙ্গে কি করেছিল যাকে বাগানের মালিক শেষে পাঠিয়ে ছিল ?

আঙ্গুর চাষীরা মালিকের ছেলেকে খুন করে চিইল.

Matthew 21:39

Matthew 21:40

লোকেরা কি বলে মালিকের কি করা উচিত তাহলে ?

লোকেরা বলে যে মালিকের উচিত প্রথমে আঙ্গুর চাষীদের ধ্বংস করা এবং তারপর অন্য আঙ্গুর চাষীদের তা ভাড়া দেওয়া যারা সঠিক সময়ে আঙ্গুরের ভাগ দিতে পারবে .

Matthew 21:41

Matthew 21:42

Matthew 21:43

শাস্ত্রবাক্যের ওপর নির্ভর করে যীশু উল্লেখ করেন, তিনি কি বলেছিলেন ঘটবে ?

যীশু বলেছিলেন যে ঈশ্বরের রাজ্য মহাযাজক এবং ফরীশীদের থেকে নিয়ে নেওয়া হবে আর তা দেওয়া হবে এমন এক দেশকে যা এর ফল নিয়ে আসবে.

Matthew 21:46

কেন মহাযাজক এবং ফরীশীরা তৎক্ষনাত যীশুকে ধরে নি ?

তারা লোকেদের ভয় করত, কারণ লোকেরা যীশুকে ভাববাদী বলে মানত.