Matthew 20

Matthew 20:1

জমির মালিক কত টাকা দিতে রাজি হয়ে ছিল সেই কাজের লোকেদের যাদের তিনি খুব সকালে ভাড়া করেছিলেন ?

সেই জমির মালিক দিনে এক সিকি দিতে রাজি হয়ে ছিল.

Matthew 20:2

Matthew 20:4

জমির মালিক কত টাকা দিতে রাজি হয়ে ছিল সেই কাজের লোকেদের যাদের তিনি ভাড়া করেছিলেন তিন ঘটিকা, ছয় ঘটিকা, নয় ঘটিকা এবং এগারো ঘটিকায় ?

জমির মালিক বলেছিলেন তিনি তাদের যা প্রাপ্য তাই দেবেন.

Matthew 20:7

Matthew 20:9

কত টাকা সেই কাজের লোক পেয়েছিল যাকে এগারো ঘটিকায় ভাড়া করা হয়েছিল ?

যে কাজের লোকেদের এগারো ঘটিকায় ভাড়া তারা এক সিকি পেয়েছিল .

Matthew 20:11

যাদের খুব সকালে ভাড়া করা হয়েছিল তাদের কি অভিযোগ ছিল ?

তারা অভিযোগ করে ছিল যে তারা সারা দিন কাজ করেছে, কিন্তু তারা সেই একই মজুরি পেয়েছে যারা এক ঘন্টা কাজ করেছে.

Matthew 20:12

Matthew 20:13

জমির মালিক কিভাবে কাজের লোকেদের অভিযোগের প্রতুত্তর দিয়েছিল ?

জমির মালিক বলেছিলেন যে তিনি সকালে ভাড়া করা কাজের লোকেদের মজুরি দেয়েছেন যে মজুরিতে তারা রাজি হয়েছিল এবং এটা ছিল তাঁর আনন্দ এবং অধিকার অন্য কাজের লোকেদেরও সমান মজুরি দেওয়া .

Matthew 20:15

Matthew 20:17

যিরুশালেমে যাওয়ার পথে যীশু কোন ঘটনার কথা অগাম তাঁর শিষ্যদের বলেছিলেন ?

যীশু তাঁর শিষ্যদের বলেছিলেন যে তিনি মহাযাজক ও অধ্যাপকের কাছে সমর্পিত হবেন, মৃত্যুর আদেশ হবে, ক্রুশে দেওয়া হবে এবং তৃতীয় দিনে আবার উঠবেন .

Matthew 20:19

Matthew 20:20

যীশুর কাছে সিবদিয়ের ছেলেদের মায়ের কি অনুরোধ ছিল ?

সে যীশুর কাছে চেয়েছিল যে যীশু যেন তাঁর রাজত্বে তার দুই ছেলেকে তাঁর ডানদিকে এবং বামদিকে বসতে আদেশ দেনে .

Matthew 20:21

Matthew 20:23

যীশু কাকে বলেছিলেন কে ঠিক করবে কে তাঁর ডানদিকে এবং বামদিকে তাঁর রাজত্বে বসবে ?

যীশু বলেছিলেন যে পিতা সেই জায়গা প্রস্তুত করবেন যাদের তিনি মনোনীত করেছেন .

Matthew 20:26

যীশু কেমন করে বলেছেন যে একজন মহান হতে পারে তাঁর শিষ্যদের মধ্যে?

যীশু বলেছিলেন যে যেকেউ মহান হতে চায় অবশ্যই তাকে দাস হতে হবে.

Matthew 20:28

যীশু কি বলেছিলেন যে তিনি কেন এসেছেন ?

যীশু বলেছিলেন যে তিনি এসেছেন সেবা করতে এবং মুক্তির মূল্যরূপে তাঁর জীবন সবার জন্য দিতে.

Matthew 20:30

দুজন অন্ধ যারা রাস্তার ধরে বসে ছিল তারা কি করছিল যখন যীশু সেই জায়গা দিয়ে যাচ্ছিলেন ?

সেই দুজন অন্ধ চিৎকার করে উঠেছিল, "প্রভু, দায়ূদ সন্তান, আমাদের প্রতি দয়া করুন".

Matthew 20:34

যীশু কেন সেই দুজন অন্ধকে সুস্থ করেছিলেন ?

যীশু সেই দুজন অন্ধকে সুস্থ করেছিলেন কারণ তিনি তাদের প্রতি করুনাবিষ্ট হয়েছিলেন.