Matthew 22
Matthew 22:2
রাজার ছেলের বিয়েতে নিমন্ত্রিত ব্যক্তিরা কি করেছিল যখন রাজার দাসেরা নিমন্ত্রণপত্র নিয়ে এসেছিল ?
কিছু নিমন্ত্রণ নেয়নি আর তারা তাদের নিজের কাজে চলে গেছিল এবং বাকিরা রাজার দাসেদের ওপর হাত তুললো আর তাদের খুন করলো.
Matthew 22:6
Matthew 22:7
রাজা তাদের সঙ্গে কি করলেন যাদের বিয়েতে প্রথমে নিমন্ত্রণ করেছিলেন ?
রাজা তাঁর সৈন্য পাঠালেন, সেই খুনিদের মেরে ফেললেন এবং তাদের শহর পুড়িয়ে দিলেন.
Matthew 22:9
তারপর কাদের তিনি বিয়ের ভোজে নিমন্ত্রণ করেছিলেন ?
তারপর রাজা যত লোককে পাওয়া যায় তাঁর দাসেদের দ্বারা তাদের নিমন্ত্রণ করলেন, দুধরনেরি ভালো এবং মন্দ .
Matthew 22:10
Matthew 22:11
রাজা তাদের সাথে কি করবেন যারা বিয়ের ভোজে এসেছে বিয়ের বাড়ির উপযুক্ত কাপড় না পরে ?
রাজা তাকে বাঁধবে এবং বাইরে অন্ধকারে ফেলে দেবে.
Matthew 22:13
Matthew 22:15
ফরীশীরা কি করতে চাইছিল যীশুর সঙ্গে ?
ফরীশীরা যীশুকে ফাঁদে ফেলতে চাইছিল.
Matthew 22:17
ফরীশীদের শিষ্যরা যীশুকে কি প্রশ্ন করেছিল ?
তারা যীশুকে করেছিল কৈসরকে কর দেওয়া উচিত বা অনুচিত.
Matthew 22:23
পুনরুথানের বিষয়ে সুদ্দূকীদের কি বিশ্বাস ছিল ?
সুদ্দূকীরা বিশ্বাস করত যে কোন পুনরুথান নেই .
Matthew 22:24
সুদ্দূকীদের গল্পে, সেই স্ত্রীর কতজন স্বামী ছিল ?
সেই স্ত্রীর সাতজন স্বামী ছিল.
Matthew 22:27
Matthew 22:29
যীশু কোন দুটি বিষয়ের ব্যপারে বলেছিলেন যা সুদ্দূকীরা জানত না ?
যীশু বলেছিলেন, সুদ্দূকীরা শাস্ত্রবাক্য জানে না, ঈশ্বরের শক্তিও জানে না.
Matthew 22:30
পুনরুথানে বিয়ের ব্যপারে যীশু কি বলেছিলেন ?
যীশু বলেছিলেন যে পুনরুথানের পর কোন বিয়ে হবে না .
Matthew 22:32
যীশু শাস্ত্রবাক্য থেকে কিভাবে দেখিয়েছিলেন যে পুনরুথান আছে ?
যীশু শাস্ত্রবাক্য উদ্ধৃত করেন যেখানে ঈশ্বর বলেছেন যে তিনি আব্রাহামের ঈশ্বর, ইসহাকের ঈশ্বর এবং যাকোবের ঈশ্বর – জীবিতদের ঈশ্বর .
Matthew 22:36
ফরিশী ব্যবস্থা বেত্তা যীশুকে কি প্রশ্ন করেছিলেন ?
সেই ব্যবস্থা বেত্তা যীশুকে জিজ্ঞাসা করেছিলেন কোন আজ্ঞাটা মহান আজ্ঞা ব্যবস্থায় .
Matthew 22:37
যীশু দুটো মহান আজ্ঞা কি বলেছিলেন ?
যীশু বলেছিলেন যে তোমার সমস্ত হৃদয়, আত্মা আর মন দিয়ে তোমার ঈশ্বরকে ভালোবাসো এবং তোমার প্রতিবেশিকে নিজের মত ভালোবাসো .
Matthew 22:39
Matthew 22:42
যীশু ফরিশীদের কি প্রশ্ন করেছিলেন ?
যীশু জিজ্ঞাসা করেছিলেন খ্রীষ্ট কার সন্তান.
ফরীশীরা যীশুকে কি উত্তর দিয়েছিলেন ?
ফরীশীরা বলেছিল যে খ্রীষ্ট দায়ূদের সন্তান.
Matthew 22:43
তারপর যীশু ফরীশীদের দ্বিতীয় কি প্রশ্ন করেছিলেন ?
যীশু তারপর তাদের জিজ্ঞাসা করেন দায়ূদ কিভাবে তাঁর ছেলেকে প্রভু .
Matthew 22:45
Matthew 22:46
ফরীশীরা যীশুকে কি উত্তর দিয়েছিল ?
ফরীশীরা যীশুর কথার উত্তর দিতে পারে নি.
Matthew 22:212
ফরীশীদের শিষ্যদের যীশু কেমন উত্তর দিয়েছিলেন ?
যীশু বলেছিলেন যা কৈসরের তা কৈসরকে দাও এবং যা ঈশ্বরের তা ঈশ্বরকে দাও.