সকালে, তারা তাঁকে দেশাধ্যক্ষ পীলাতের কাছে নিয়ে গিয়েছিল.
যিহূদা অনুতপ্ত হল বিশ্বাসঘাতকতার জন্য, রুপো ফিরিয়ে দিয়েছিল এবং চলেগিয়ে আত্মহত্যা করেছিল.
তারা এক কুমোরের জমি কিনেছিল যাতে বিদেশীদের কবর দেওয়া যায়.
যিরমিয়ের ভাববাণী এই ঘটনাকে পূর্ণ করেছিল .
পীলাত যীশুকে জিজ্ঞাসা করেছিলেন তিনি কি যিহূদীদের রাজা এবং উত্তরে যীশু বলেছিলেন, "তুমিই বললে" .
যীশু কোন উত্তর দেননি .
পীলাত যীশুকে ছেড়ে দিতে চেয়েছিলেন.
তিনি পীলাতকে বলেছিলেন সেই নিরীহ ব্যক্তির প্রতি কিছু না করতে.
মহাযাজক এবং প্রাচীনেরা লোকেদেরকে এগিয়ে দিল যীশুর পরিবর্তে বারাব্বাকে ছাড়ানোর জন্য.
লোকরা চিৎকার করছিল যে তারা চায় যীশুকে ক্রুশে দেওয়া হোক.
পীলাত তার হাত ধুলেন, তিনি বলেছিলেন তিনি নির্দোষ এই নির্দোষ ব্যক্তির রক্তের জন্য এবং যীশুকে লোকেদের হাতে তুলে দিয়েছিলেন .
লোকেরা বলেছিল, "তার রক্ত আমাদের ও আমাদের সন্তানদের ওপর বর্ত্তুক.
সৈন্যরা তাঁকে লাল রঙের কাপড় এবং মাথায় কাঁটার মুকুট পরিয়ে দিল; তারা তাঁকে উপহাস করল, তাঁর মুখে থুতু দিল এবং তাঁর মাথায় আঘাত করল, তারপর তাকে নিয়ে গেল ক্রুশে দেওয়ার জন্য .
শিমোনকে জোর করে যীশুর ক্রুশ বওয়ানো হয়েছিল.
তারা গলগথা গিয়েছিল, যার মানে "মাথার খুলির স্থান".
সৈন্যরা গুলিবাঁট করেছিল যীশুর কাপড় নিয়ে এবং তারপর তারা সেখানে বসে তাঁকে পাহাড়া দিচ্ছিল.
তারা লিখেছিল, "এই হয় যীশু, যিহূদীদের রাজা".
দুজন ডাকাতকে যীশুর সঙ্গে ক্রুশে দেওয়া হয়েছিল .
তারা সকলে যীশুকে দাবি করেছিল, নিজেকে রক্ষা কর এবং ক্রুশ থেকে নেমে এস.
পুরো দেশে অন্ধকার নেমে এসেছিল.
যীশু চিৎকার করে বলেছিল, "ঈশ্বর আমার, ঈশ্বর আমার, তুমি কেন আমায় পরিত্যাগ করেছ ?" .
যীশু তাঁর আত্মা সমর্পণ করেছিল.
যীশু মারা যাওয়ার পর মন্দিরের পর্দা ওপর থেকে নিচ পর্যন্ত দুভাগে ভাগ হয়ে হিয়েছিল.
যীশুর মৃত্যুর পর অনেক সাধু যারা মারা গিয়েছিল তারা জীবিত হল এবং অনেককে দেখা দিল.
শতপতি সাক্ষ দিয়েছিল, "সত্যি ইনি ছিলেন ঈশ্বরের পুত্র".
যীশুর একজন ধনী শিষ্য, যোষেফ, পীলাতের কাছে দেহ চেয়ে নিয়ে,পরিষ্কার কাপড়ে দেহ জড়িয়ে এবং তাঁর নিজের নতুন কবরে শুইয়ে দিয়েছিলেন .
একটি বড় পাথর স্থাপিত করা হয়েছিল সেই কবরের দরজায়.
মহাযাজক এবং ফরীশীরা চেয়েছিল নিশ্চিত করতে যে যীশুর কবর সুরক্ষিত রাখতে যাতে কেউ তাঁর দেহ চুরি করতে না পারে .
পীলাত তাদের কবর বন্ধ রাখার এবং প্রহরী দিয়ে পাহারা দেওয়ার অনুমতি দিয়েছিলেন .