Matthew 28

Matthew 28:1

কোন দিনে এবং কোন সময়ে মগ্দলীনী মরিয়ম এবং অন্য মরিয়ম কবরে গিয়েছিলেন ?

সপ্তাহের প্রথম দিনে সূর্য ওঠার সময়, তারা যীশুর কবরে গিয়েছিলেন.

Matthew 28:2

যীশুর কবর থেকে পাথর কীভাবে সরে গিয়েছিল ?

প্রভুর এক দূত নেমে এসেছিল এবং পাথরটা সরিয়ে দিয়েছিল.

Matthew 28:4

প্রহরীরা যখন স্বর্গ দূতকে দেখল তারা কি করেছিল ?

প্রহরীরা ভয়ে কাঁপছিল এবং মরাদের মত হয়ে গিয়েছিল যখন তারা স্বর্গ দূতকে দেখে ছিল .

Matthew 28:5

স্বর্গদূত সেই দুজন মহিলাকে কি বলেছিল যীশুর ব্যপারে ?

স্বর্গদূত বলেছিল যে যীশু উঠেছেন এবং তাদের আগে গালিলে গেছেন.

Matthew 28:7

Matthew 28:8

সেই দুজন মহিলার সাথে পথে কি ঘটেছিল ?

সেই দুজন মহিলার সঙ্গে যীশুর দেখা হয়েছিল এবং তারা তাঁর পা ধরলেন এবং তাঁকে প্রনাম করলেন.

Matthew 28:9

Matthew 28:11

যখন প্রহরীরা মহাযাজককে বলেলেন কবর স্থানে কি ঘটেছে, মহাযাজক তখন কি করল ?

মহাযাজক সৈন্যদের অনেক টাকা দিলেন এবং তাদের বলতে বললেন যে যীশুর শিষ্যরা যীশুর দেহ চুরি করেছে.

Matthew 28:13

Matthew 28:17

শিষ্যরা কি করলো যখন তারা যীশুকে গালিলে দেখল ?

শিষ্যরা যীশুকে প্রনাম করলেন, কিন্তু কেউ কেউ সন্দেহ করল.

Matthew 28:18

যীশু কি বলেছিলেন কোন ক্ষমতা তাঁকে দেওয়া হয়েছে ?

যীশু বলেন যে স্বর্গ ও পৃথিবীর সমস্ত ক্ষমতা তাঁকে দেওয়া হয়েছে .

Matthew 28:19

যীশু কোন তিনটি বিষয় তাঁর শিষ্যদের করতে আদেশ করেছিলেন ?

যীশু তাঁর শিষ্যদের আদেশ করেছিলেন যাও এবং শিষ্য তৈরী করতে, বাপ্তিস্ম দাও এবং তাদের শিক্ষা দাও যীশুর সমস্ত আদেশের বাধ্য হতে .

কোন নাম যীশু তাঁর শিষ্যদের বাপ্তিস্ম দিতে বলেছেন ?

যীশু বলেছেন তাঁর শিষ্যদের পিতা, পুত্র এবং পবিত্র আত্মার নাম বাপ্তিস্ম দিতে.

Matthew 28:20

যীশু তাঁর শিষ্যদের শেষ কি প্রতিজ্ঞা করেছিলেন ?

যীশু প্রতিজ্ঞা করেছিলেন তাদের সঙ্গে থাকবেন, এমনকি যুগান্তের শেষ পর্যন্ত.