Matthew 26
Matthew 26:2
যীশু যিহূদীদের কোন উৎসবের কথা বলেছিলেন যা দুদিন পর আসছিল ?
যীশু বলেন যে নিস্তারপর্ব দু-দিন পরে আসছে.
Matthew 26:4
মহাযাজক এবং প্রাচীনেরা কি ষড়যন্ত্র করেছিল মহাযাজকের প্রাসাদে ?
তারা যীশুকে চুপিসারে বন্দী করে মেরে ফেলের জন্য ষড়যন্ত্র করেছিল .
Matthew 26:5
মহাযাজক এবং প্রাচীনেরা কিসের ভয় পেয়ে ছিল ?
তারা ভয় পেয়ে ছিল যে যদি তারা যীশুকে পর্ব্বের সময়ে মেরে ফেল, লোকেরা হয়তো হাঙ্গামা করতে পারে .
Matthew 26:6
শিষ্যদের পতিক্রিয়া কি ছিল যখন সেই মহিলা বহুমূল্য তেল যীশুর মাথায় ঢেলে দিয়েছিলেন ?
শিষ্যরা রেগে গিয়েছিল এবং জানতে চেয়েছিল কেন সেই তেল বিক্রি করা হল না এবং সেই টাকা গরীবদের দেওয়া হল না.
Matthew 26:9
Matthew 26:12
যীশু কি বলেছিলেন সেই মহিলা তাঁর ওপরে তেল ঢেলে দেওয়ায় ?
যীশু বলেছিলেন সেই মহিলা তাঁর ওপরে তেল ঢেলে দিয়েছিল তাঁর সমাধির জন্য .
Matthew 26:14
যিহূদা ঈস্করিয়োতীয় যীশুকে মহাযাজকের হাতে সমর্পণ করার জন্য কত টাকা নিয়েছিল ?
যিহূদাকে তিরিশটা রুপোর টাকা দেওয়া হয়েছিল যীশুকে মহাজাজকের হাতে সমর্পণ করার জন্য .
Matthew 26:15
Matthew 26:21
যীশু সন্ধ্যা বেলায় খাবার সময় তাঁর একজন শিষ্যের বিষয়ে কি বলেছিলেন?
যীশু বলেছিলেন যে তাঁর একজন শিষ্য তাঁকে বিশ্বাসঘাতকতা করবে.
Matthew 26:24
যীশু কি বলেছেন তার ভবিষ্যতের বিষয়ে যে তাকে বিশ্বাসঘাতকতা করবে?
যীশু বলেছেন যে এটা সেই মানুষের জন্য ভালো হত যদি সে না জন্মাত যে তাকে বিশ্বাসঘাতকতা করেছে .
Matthew 26:25
যীশু কেমন উত্তর করেছিলেন যখন যিহূদা জিজ্ঞাসা করেছিল তিনি কি সেই ব্যক্তি যে যীশুকে ধরিয়ে দেবে ?
যীশু উত্তর দিয়েছিলেন, "তুমিই বললে".
Matthew 26:26
যীশু কি বলেছিলেন যখন তিনি রুটি নিলেন, আর্শিবাদ করলেন, ভাঙ্গলেন এবং শিষ্যদের দিলেন ?
যীশু বলেছিলেন, "নাও, খাও. এই হয় আমার দেহ".
Matthew 26:28
যীশু সেই পান পাত্রের বিষয়ে কি বলেছিলেন যা তিনি তাঁর শিষ্যদের পরে দিয়েছিলেন ?
যীশু বলেছিলেন যে সেই পানপাত্র হচ্ছে তাঁর রক্তের চুক্তি যা অনেকের পাপের ক্ষমার জন্য ঢালা হয়েছে .
Matthew 26:30
জৈতুন পাহাড়ে, যীশু তাঁর শিষ্যদের কি বলেছিলেন তারা সকলে সেই রাতে কি করবে ?
যীশু তাঁর শিষ্যদের বলেছিলেন যে তারা সকলে সেই রাতে তাঁর জন্য বাধা পাবে .
Matthew 26:31
Matthew 26:33
যখন পিতর বললেন তিনি কখনও বাধা পাবেন না, যীশু তাকে কি বলেন সে সেই রাতে কি করবে ?
যীশু বলেছিলেন যে পিতর সেই রাতে মোরগ ডাকার আগে যীশুকে তিনবার অস্বীকার করবে.
Matthew 26:34
Matthew 26:37
যীশু, পিতর এবং সিবিদিয়ের দুই পুত্রকে কি করতে বলেছিলেন যখন তিনি প্রার্থনা করবেন ?
যীশু তাদের সেখানে থাকতে এবং তাঁর সঙ্গে জাগতে বলেছিলেন .
Matthew 26:38
Matthew 26:39
যীশু কি পূরণের প্রার্থনা করেছিলেন, কোন ব্যপার নয় যীশুর নিজের ইচ্ছার?
যীশু প্রার্থনা করেছিলেন যে পিতার ইচ্ছা পূর্ণ হোক, কোন ব্যপার নয় যীশুর নিজের ইচ্ছার .
কতবার যীশু শিষ্যদের ছেড়ে প্রার্থনায় গিয়েছিলেন ?
যীশু তিনবার শিষ্যদের ছেড়ে প্রার্থনায় গিয়েছিলেন.
Matthew 26:40
শিষ্যরা কি করছিল যখন যীশু প্রার্থনা থেকে ফিরেছিলেন ?
শিষ্যরা ঘুমাচ্ছিলেন যখন যীশু প্রার্থনা থেকে ফিরেছিলেন.
Matthew 26:42
Matthew 26:43
Matthew 26:44
Matthew 26:45
Matthew 26:47
যিহূদা কি চিহ্ন লোকেদের দিয়েছিলেন যীশুকে চিনে ধরার জন্য ?
যিহূদা যীশুকে চুমু খেলেন লোকেদের দেওয়া চিহ্ন হিসাবে যে যীশুই সেই ব্যক্তি ধরার জন্য .
Matthew 26:50
Matthew 26:51
যীশুর একজন শিষ্য কি করেছিল যখন যীশু ধরা পড়েছিল ?
যীশুর একজন শিষ্য তাঁর তলোয়ার বার করেছিল এবং মহা যাজকের দাসের কান কেটে ফেলেছিল.
Matthew 26:53
যীশু কি বলেছিলেন তিনি করতে পারেন যদি তিনি চান নিজেকে রক্ষা করতে ?
যীশু বলেছিলেন যে তিনি পিতাকে ডাকতে পারেন, যিনি দ্বাদশ বাহিনীর দূত পাঠাতে পারেন.
Matthew 26:54
যীশু কি বলেছেন কি পূর্ণ হয়েছিল এই ঘটনার দ্বারা ?
যীশু বলেছিলেন যে শাস্ত্রবাক্য পূর্ণ হয়েছিল এই ঘটনার দ্বারা.
Matthew 26:56
সব শিষ্যরা তখন কি করেছিল ?
সব শিষ্যরা তখন তাঁকে ছেড়ে পালিয়ে গিয়েছিল.
Matthew 26:59
কি কারণে মহাযাজক এবং সমস্ত মহাসভা যীশুকে মৃত্যুদন্ড দিতে চাইছিল ?
তারা যীশুর বিরুদ্ধে মিথ্যা সাক্ষের খোঁজ করছিল যাতে যীশুকে মৃত্যুদন্ড দেওয়া যায়.
Matthew 26:63
মহাযাজক যীশুকে কি আদেশ করেছিলেন জীবন্ত ঈশ্বরের নাম ?
মহাযাজক যীশুকে আদেশ করেছিলেন তাদের বলেতে যে তিনি সেই খ্রীষ্ট বা তিনি খ্রীষ্ট নন, সেই মনুষ্য-পুত্র .
Matthew 26:64
যীশু কি উত্তর দিয়েছিলেন মহাযাজকের আদেশের ?
যীশু বলেন, "আপনি বললেন".
যীশু কি বললেন মহাযাজক কি দেখতে পাবেন ?
যীশু বলেন যে মহাযাজক মনুষ্য-পুত্রকে পরাক্রমের ডানদিকে বসে থাকতে এবং আকাশের মেঘে আসতে দেখবেন.
Matthew 26:65
তারপর মহাযাজক কি দোষ যীশুর বিরুদ্ধে আনলেন ?
মহাযাজক যীশুকে ঈশ্বর নিন্দার দোষী করলেন.
Matthew 26:67
যীশুকে দোষী করার পর তারা তাঁর সঙ্গে কি করলেন ?
তারা যীশুর মুখে থুতু দিল, মারল এবং তারা তাঁকে চর মারল.
Matthew 26:70
Matthew 26:72
Matthew 26:74
কি হয়েছিল যেইমাত্র পিতর তৃতীয় বার উত্তর দিল ?
যেইমাত্র পিতর তৃতীয় বার উত্তর দিল, একটি মোরগ দেকে উঠেছিল.
Matthew 26:75
তৃতীয় বার উত্তর দেয়ার পর পিতরের কি মনে পরেছিল ?
পিতরের মনে পরেছিল যে যীশু বলেছিলেন যে মোরগ ডাকার আগে, সে তিনবার যীশুকে অস্বীকার করবে.