Matthew 18

Matthew 18:3

স্বর্গ রাজ্যে প্রবেশ করার জন্য আমাদের অবশ্যই কি করতে হবে?

প্রভু যীশু বলেছিলেন, স্বর্গ রাজ্যে প্রবেশ করার জন্য যেন আমরা পাপের অনুশোচনা করি এবং ছোট্ট শিশুদের মত হৃদয় রাখি .

Matthew 18:4

স্বর্গ রাজ্যে মহান হওয়ার বিষয়ে প্রভু যীশু কি বলেছেন?

প্রভু যীশু বলেছেন যে নিজেকে ছোট্ট শিশুর মত নম্র করে সে স্বর্গ রাজ্যে মহান হবে .

Matthew 18:6

যেসব লোক প্রভু যীশুতে বিশ্বাসকারী নম্র লোকদের বাঁধা দেয় তাদের সাথে কি হবে?

যেসব নম্র মানুষ প্রভু যীশুকে বিশ্বাস করে, তাদের বিশ্বাসে যদি কেউ বাধা দেয় তাহলে ঐ বাঁধা দেওয়া লোকদের গলায় যাঁতা বেধে সমুদ্রে ডুবে মরা অনেক ভালো .

Matthew 18:8

যে সব জিনিস আমাদের প্রলোভনে নিয়ে যায় সেগুলোর সাথে প্রভু যীশু আমাদের কি করতে বলেছেন?

প্রভু যীশু বলেছেন আমরা যেন সেই সমস্ত জিনিস ছুঁড়ে ফেলে দিই যা আমাদের প্রলোভনে নিয়ে যায় .

Matthew 18:9

Matthew 18:10

প্রভু যীশু আমাদের কেন বলেছিলেন যেন আমরা নম্রদের তুচ্ছ না করি?

আমরা যেন এই নম্রদের তুচ্ছ না করি কেননা স্বর্গে তাদের দূতেরা সবসময় পিতার দিকে তাকিয়ে আছেন .

Matthew 18:12

কেমনভাবে একজন লোক তার হারিয়ে যাওয়া মেষ খোঁজে ঠিক যেমন স্বর্গীয় পিতা খোঁজেন ?

এটা পিতার ইচ্ছা নয় যে কোন এক জন ক্ষুদ্র লোকও হারিয়ে যাক .

Matthew 18:14

Matthew 18:15

যদি তোমার ভাই তোমার বিরুদ্ধে অপরাধ করে থাকে তাহলে প্রথমে তুমি কি করবে?

প্রথমে তোমার তার কাছে যাওয়া উচিত এবং তাকে তার ভুল দেখাও যখন তুমি ও সে থাকো.

Matthew 18:16

যদি তোমার ভাই কথা না মানে তাহলে দ্বিতীয়ত তুমি কি কাজ করবে?

দ্বিতীয়ত, তুমি তোমার সাথে এক বা দুই জন অন্য ভাইকেও নিও সাক্ষী থাকার জন্য .

Matthew 18:17

এরপরেও যদি তোমার ভাই কথা না শুনে তাহলে তৃতীয়ত কি করবে?

তৃতীয়ত তুমি সমস্যাটি মন্ডলীতে বলবে .

যদি তোমার ভাই তখনও শুনতে না চায়, তাহলে কি করা উচিত ?

শেষপর্যন্ত, যদি সে মন্ডলীর কথা না শোনে, তাহলে তার পরজাতীদের মত এবং কর আদায়কারীদের মত ব্যবহার পাওয়া উচিত .

Matthew 18:20

যেখানে দুই বা তিনজন তাঁর নাম একত্রিত হয় সে বিষয়ে প্রভু যীশু কি প্রতিজ্ঞা করেছেন ?

প্রভু যীশু প্রতিজ্ঞা করেছেন যেখানে দুই বা তিনজন তাঁর নাম একত্রিত হয় তিনি তাদের মধ্যে থাকবেন .

Matthew 18:21

যীশু কতবার আমাদের ভাইদের ক্ষমা করতে বলেছেন ?

যীশু বলেন, আমাদের উচিত আমাদের ভাইদের সত্তর গুন সাত বার পর্যন্ত ক্ষমা করা .

Matthew 18:22

Matthew 18:24

দাস তার মালিকের কাছে কি ঋণ করেছে এবং সে কি তার মালিককে শোধ দিতে পারবে ?

সেই দাস তার মালিকের কাছে দশ হাজার তালন্ত ধার করেছে, যা সে শোধ করতে পারেনি.

Matthew 18:25

Matthew 18:27

কেন মালিক তার দাসের ঋণ ক্ষমা করে দিলেন ?

সেই মালিকের দয়া হয়েছিল এবং সেই দাসের ঋণ ক্ষমা করেছিল.

Matthew 18:28

সেই দাস তার সহদাসের সঙ্গে কি করবে যে তার কাছ থেকে একশ সিকি ধার করেছিল ?

সেই দাস ধৈর্য্য ধরতে চাইল না এবং তার সহদাসকে কারাগারে ঢুকিয়ে দিল.

Matthew 18:30

Matthew 18:33

মালিক তার দাসকে কি বলেছিলেন যে তার সহদাসের সঙ্গে তার যেটা করা উচিত ছিল?

মালকি তার দাসকে বলেছিলেন তার দয়া থাকা উচিত ছিল তার সহদাসের জন্য.

Matthew 18:34

মালিক তারপর কি করলেন তার দাসে সঙ্গে ?

সেই মালিক তার দাসকে নির্যাতনকারীদের হাতে দিয়ে দিলেন যতক্ষণ না সে তার সব ঋণ পরিশোধ করতে পারে .

Matthew 18:35

যীশু কি বলেছিলেন যে পিতা কি করবেন যদি আমরা আমাদের ভাইদের হৃদয় থেকে ক্ষমা করতে না পারি ?

যীশু বলেছিলেন যেমন মালিক তার দাসের প্রতি করেছিলেন তেমনি পিতা আমাদের সঙ্গে করবেন যদি আমরা আমাদের ভাইদের ক্ষমা করতে না পারি .