ফরীশীরা যীশুকে জিজ্ঞাসা করলেন, "এটা কি আইনসঙ্গত একজন পুরুষ জন্য যে সে যেকোন কারণে তার স্ত্রীকে ত্যাগপত্র দিতে পারে ?" .
যীশু বলেছিলেন যে সৃষ্টির শুরু থেকেই, ঈশ্বর তাদের পুরুষ ও স্ত্রী করে সৃষ্টি করেছেন.
যীশু বলেছেন যে একজন পুরুষের উচিত তার পিতা ও মাতাকে ছেড়ে তার স্ত্রীর সঙ্গে এক হওয়া.
যীশু বলেছিলেন যে যখন কোন স্বামী তার স্ত্রীর সঙ্গে একহয়, সেই দুজন এক দেহ হয়.
যীশু বলেছেন যে, যা ঈশ্বর যোগ করেছেন মানুষের পৃথক করা উচিত নয় .
যীশু বলেছেন যে মোশি ত্যাগপত্রের আদেশ দেন যিহূদীদের কঠিন হৃদয়ের জন্য .
যীশু বলেছেন যে ব্যভিচার ছাড়া, যেকেউ তার স্ত্রীকে পরিত্যাগ করে এবং অন্য স্ত্রীকে বিয়ে করে সে ব্যভিচার করে এবং সেই পরিতক্ত স্ত্রীকে যে পুরুষ বিয়ে করে সেও ব্যভিচার করে.
যীশু বলেছেন যে যারা এটা গ্রহণ করতে প্রস্তুত তারা নপুংসক হিসাবেও গ্রহণ যোগ্য.
যখন কিছু বাচ্চাদের যীশুর কাছে নিয়ে আসা হল, শিষ্যরা লোকেদের ধমক দিলেন.
যীশু বলেছিলেন বাচ্চাদের আসতে অনুমতি দাও, কেননা তাদের মত লোকেরাই স্বর্গ রাজ্যের অধিকারী.
যীশু সেই যুবককে ব্যবস্থা পালন করতে বললেন অনন্ত জীবনে পবেশ করার জন্য.
যখন সেই যুবক বলল সে ব্যবস্থা পালনকারী, তখন যীশু তাকে তার সমস্ত সম্পত্তি বিক্রি করতে বললেন এবং গরিবদের দান করতে বললেন .
সেই যুবক দুঃখিত হয়ে চলে গেল, কারণ তার প্রচুর সম্পত্তি ছিল.
যীশু বলেছিলেন যে এটা খুব কঠিন ধনী লোকেদের জন্য স্বর্গ রাজ্যে প্রবেশ করা, কিন্তু ঈশ্বরের পক্ষে সকলই সম্ভব.
যীশু তাঁর শিষ্যদের প্রতিজ্ঞা করেছিলেন যে নতুন জন্মের দিনে, তারা বারোটা সিংহাসনের উপরে বসবে, ইসরায়েলের বারোজাতীকে বিচার করবে.