Matthew 17

Matthew 17:1

প্রভু যীশুর সাথে কারা পর্বতের উঁচু স্থানে গিয়েছিলেন?

পিতর, যাকোব, যোহন প্রভু যীশুর সাথে পর্বতের উঁচু স্থানে গিয়েছিলেন .

Matthew 17:2

পর্বতের উপরে প্রভু যীশুকে কেমন দেখাল?

প্রভু যীশু রূপান্তরিত হওয়ার ফলে তাঁর মুখ সুর্যের আলোর মত দীপ্তিময় এবং তাঁর বস্ত্র উজ্বল সাদা রঙের মত দেখাল .

Matthew 17:3

প্রভু যীশুর সাথে কে কে এসে কথা বলেছেন?

মোশী এবং এলিয় এসে প্রভু যীশুর সাথে কথা বলেছেন .

Matthew 17:4

পিতর কি বানাতে চেয়েছিলেন?

পিতর তিন জনের জন্য তিনটি কুটীর বানাতে চেয়েছিলেন .

Matthew 17:5

মেঘের মধ্যে থেকে কি বাণী হয়েছিল ?

মেঘের মধ্যে থেকে এই বাণী হয়েছিল "এ আমার প্রিয় পুত্র, এর উপরেই আমি খুশি"এর কথা শোন .

Matthew 17:9

পর্বত থেকে নামার সময় প্রভু যীশু তাঁর শিষ্যদের কি আজ্ঞা দিয়েছিলেন?

প্রভু যীশু আজ্ঞা দিয়ে তাঁর শিষ্যদের বললেন যে পর্যন্ত মনুষ্য পুত্র মৃত্যু থেকে জীবিত না হয় সে পর্যন্ত কাউকেও এই দর্শনের কথা না বলতে .

Matthew 17:10

প্রভু যীশু কার বিষয়ে বলেছেন যে এলিয় এসেছিলেন এবং তাঁর প্রতি কি কি করা হয়েছে?

প্রভু যীশু বলেছিলেন যোহন বাপ্তিস্মদাতাই হলেন এলিয় যে এসেছিলেন এবং তারা সেই সব তাঁর সাথে করেছেনে যা যা তারা চেয়েছেন .

Matthew 17:11

অধ্যক্ষদের শিক্ষা অনুযায়ী এলিয় প্রথমে আসবেন এই বিষয়ে প্রভু যীশু কি বলেছেন?

প্রভু যীশু বলেছিলেন এলিয় অবশ্যই আসবেন এবং সমস্ত কিছু পুনঃস্থাপন করবেন .

Matthew 17:13

Matthew 17:14

মৃগী রোগে আক্রান্ত ছেলেটিকে সুস্থ করার জন্য শিষ্যদের কি হতে হবে?

মৃগী রোগে আক্রান্ত ছেলেটিকে সুস্থ করতে শিষ্যেদের বিশ্বাসী ও ভাল হতে হবে .

Matthew 17:16

Matthew 17:18

মৃগী রোগে আক্রান্ত ছেলেটির জন্য প্রভু যীশু কি করলেন?

প্রভু যীশু ভূতকে ধমক দিয়ে বের করে দিলেন এবং ছেলেটি সঙ্গে সঙ্গে ভাল হয়ে গেল .

Matthew 17:20

শিষ্যেরা মৃগী রোগে আক্রান্ত ছেলেটিকে সুস্থ করতে পারেননি কেন?

প্রভু যীশু বলেছিলেন তাঁদের অল্প বিশ্বাসের জন্য তাঁরা মৃগী রোগে আক্রান্ত ছেলেটিকে সুস্থ করতে পারেননি.

Matthew 17:22

প্রভু যীশু কি বলেছিলেন যা শিষ্যদের খুব দুঃখ দিয়েছিল?

প্রভু যীশু শিষ্যদের বলেছিলেন সে মানুষদের হাতে সমর্পিত হবে, তারা তাঁকে মেরে ফেলবে এবং সে তৃতীয়দিনে পুনরায় মৃত্যু থেকে উঠবেন .

Matthew 17:23

Matthew 17:27

প্রভু যীশু ও পিতর কিভাবে অর্ধেক টাকা কর দিয়েছিলেন?

প্রভু যীশু পিতরকে সমুদ্রে গিয়ে বড়শী ফেলতে বলেছিলেন, এবং প্রথম যে মাছটি ধরা পড়ে সেটি নিয়ে আসতে, তার মুখের মধ্যে করে তাদের কর দিয়েছিলেন .