Matthew 19

Matthew 19:1

যীশু গালীল ছেড়ে যিহূদিয়া গিয়ে শিক্ষা দিতে শুরু করলেন৷

সেই সময়

আপনার ভাষায় একটি নতুন অংশ শুরু করার অন্য কোনো পদ্ধতি থাকে, তবে তা এখানে ব্যবহার করতে পারেন

এই কথাগুলো

১৮: ১

৩৫ এর বাক্যগুলি

কাছ থেকে চলে গেলেন

"সেই জায়গা থেকে দূরে চলে গেলেন" অথবা "ত্যাগ করলেন"

সীমানার মধ্যে

"এলাকার মধ্যে"

Matthew 19:3

যীশু বিবাহ এবং বিবাহবিচ্ছেদ সম্বন্ধে শিক্ষা দিতে শুরু করেন

তাঁর কাছে এল

"যীশুর কাছে এল"

তোমরা কি পাঠ কর নি...?

যীশু ফরীশীদের লজ্জিত করতে চাইছিলেন (দেখুন: উপলদ্ধিমূলক প্রশ্ন)

Matthew 19:5

যীশু বিবাহ এবং বিবাহবিচ্ছেদ সম্বন্ধে অবিরত শিক্ষা দিতে থাকেন

আর তিনি বললেন...?

এটি সেই প্রশ্নটির অব্যাহত অংশ (উহ্য প্রশ্ন)

তার স্ত্রীতে আসক্ত হবে

"তার স্ত্রীর সঙ্গে ঘনিষ্ট হবে"

এক দেহ

"একজন" (দেখুন: উপমা)

Matthew 19:7

যীশু বিবাহ এবং বিবাহবিচ্ছেদ সম্বন্ধে অবিরত শিক্ষা দিতে থাকেন৷

তারা তাঁকে বলল

"ফরীশীরা যীশুকে বলল"

আমাদের আদেশ করুন

"আমাদের যিহূদীদের আদেশ করুন৷"

বিবাহবিচ্ছেদের ত্যাগপত্র

যে নথি আইনতভাবে বিবাহের সম্পর্ককে শেষ করে৷

কিন্তু একদম প্রথম থেকে এমন ছিল না

"যখন ঈশ্বর পুরুষ এবং নারী সৃষ্টি করেছিলেন, তিনি তাঁদের জন্য কখনই বিবাহবিচ্ছেদের পরিকল্পনা করেন নি৷

ব্যভিচার ছাড়া

"যৌন অবিশ্বস্ততা ছাড়া"

এবং যে ব্যক্তি সেই পরিত্যক্তা স্ত্রীকে বিয়ে করে, সেও ব্যভিচার করে

অনেক প্রাচীন অনুলিপিতে এই কথাগুলো অন্তর্ভুক্ত করা হয় নি৷

Matthew 19:10

যীশু বিবাহ এবং বিবাহবিচ্ছেদ সম্বন্ধে অবিরত শিক্ষা দিতে থাকেন৷

এমন নপুংসক আছে, যারা মায়ের গর্ভেই তেমন হয়েই জন্ম নিয়েছে

"সেই সব পুরুষ জন্মগ্রহণ করেছে যাদের যৌন অঙ্গ নিস্ক্রিয়"

নপুংসকদের যারা নিজেদের নপুংসক করেছে

সম্ভাব্য অর্থ ১) "এই নপুংসক যারা তাদের যৌন অঙ্গ কেটে বাদ দিয়েছে" বা ২) "সেই সব পুরুষ যারা নিজেরা অবিবাহিত এবং যৌনতার দিক থেকে পবিত্র থাকতে পছন্দ করে" (দেখুন: উপমা)

স্বর্গ

রাজ্যের জন্য

"যেন তারা ঈশ্বরের সেবা ভালভাবে করতে পারেন"

এই শিক্ষা গ্রহণ করে... তা গ্রহণ করুক

দেখুন আপনি কিভাবে ১৯:১১ তে অনুবাদ করেছেন৷ "এই শিক্ষা গ্রহণ কর...তা গ্রহণ কর৷" এটা "19:11 এ.

Matthew 19:13

লোকরা যীশুর কাছে শিশুদের নিয়ে এল৷

কতগুলি শিশুকে তাঁর কাছে আনা হল

"কিছু লোক যীশুর কাছে ছোট শিশুদের নিয়ে এল৷" (দেখুন: কতৃবাচ্য বা কর্মবাচ্য)

আজ্ঞা দিলেন

"অনুমতি"

আমার কাছে আসতে তাদের বারণ কোরো না

"তাদেরকে আমার কাছে আসতে বাধা দিয়ো না"

কারণ স্বর্গ

রাজ্য এই রকম লোকেদেরই

"স্বর্গ

রাজ্য এইসব লোকদেরই যারা এইরকম" বা "শুধুমাত্র সেই সমস্ত মানুষ যারা এই ছোট ছোট ছেলেমেয়েদের মত তারাই স্বর্গ

রাজ্য প্রবেশ করবে"

Matthew 19:16

যীশু জগতের ধন এবং স্বর্গের পুরষ্কার সম্পর্কে শিক্ষা দিতে শুরু করেন৷

দেখ

লেখক গল্পে একজন নতুন ব্যক্তি যুক্ত করছেন৷ আপনার ভাষা হয়ত এটিকে করার অন্য উপায় থাকতে পারে৷

ভাল জিনিস

সেই সব জিনিস যা ঈশ্বরকে খুশি করে

একমাত্র একজনই সৎ

"একমাত্র ঈশ্বরই সম্পূর্ণরূপে সৎ৷"

Matthew 19:18

যীশু জগতের ধন এবং স্বর্গের পুরষ্কার সম্পর্কে অবিরত শিক্ষা দিতে লাগলেন৷

Matthew 19:20

যীশু জগতের ধন এবং স্বর্গের পুরষ্কার সম্পর্কে অবিরত শিক্ষা দিতে লাগলেন৷

ইচ্ছা

"বাসনা"

Matthew 19:23

যীশু জগতের ধন এবং স্বর্গের পুরষ্কার সম্পর্কে অবিরত শিক্ষা দিতে লাগলেন৷

ঈশ্বরের রাজ্যে একজন ধনীর প্রবেশ করার থেকে বরং ছুঁচের ছিদ্র দিয়ে উটের যাওয়া সহজ

ধনী লোকদের জন্য ঈশ্বরের রাজ্যে প্রবেশ করা খুবই কঠিন (দেখুন: অতিরঞ্জিত)৷

একটি সুচের ছিদ্র

সুইয়ের একদম প্রান্তে একটি ছিদ্র থাকে যেখান দিয়ে সুতো ঢোকানো হয়৷

Matthew 19:25

যীশু জগতের ধন এবং স্বর্গের পুরষ্কার সম্পর্কে অবিরত শিক্ষা দিতে লাগলেন৷

তারা খুবই আশ্চর্য হল

"শিষ্যরা অবাক হলেন"

তবে কে পাপের ক্ষমা পেতে পারে?

সম্ভাব্য অর্থ: ১) তারা একটি উত্তরের আশা করছিলেন বা ২) "তবে কেউই উদ্ধার পাবে না" (দেখুন: উপলদ্ধিমূলক প্রশ্ন)

আমরা সবকিছুই ত্যাগ করেছি

"আমরা আমাদের সব সম্পদ ত্যাগ করেছি" বা, "আমরা আমাদের সমস্ত সম্পত্তি দিয়ে দিয়েছি৷"

তবে আমরা কি পাব?

"কোন উত্তম জিনিস ঈশ্বর আমাদের দেবেন৷"

Matthew 19:28

যীশু জগতের ধন এবং স্বর্গের পুরষ্কার সম্পর্কে অবিরত শিক্ষা দিতে লাগলেন৷

নতুন সৃষ্টিতে

"সেই সময় যখন সব কিছু নতুন করে সৃষ্টি করা হবে" বা, "নতুন যুগে"

বারোটি সিংহাসনে বসে বিচার করবে

"উপরে রাজা ও বিচারকর্তা হবে" (দেখুন: উপমা)

Matthew 19:29

যীশু জগতের ধন এবং স্বর্গের পুরষ্কার সম্পর্কে অবিরত শিক্ষা দিতে লাগলেন৷

একশো গুন পাবে

"যত ভাল জিনিস তারা ত্যাগ করেছে তার একশো গুন পাবে৷"

অনেকে যারা এখন প্রথম তারা শেষে পড়বে

এমন অনেকে আছে যারা জগতের চোখে প্রথম, এইরকম যারা ধনী এবং যারা অন্যদের শাসন করে, একদিন ঈশ্বরের রাজ্যে শেষে পড়বে৷