অধ্যায় ৩
1
তইঁ ওখরিকের মনে কেরাইদিহিন, যাতেঁ ওখরিন দেখাশুনাক লককে আর যাখরিন কাম কেরত তাখরিকের মানিচেলথিক, বাধ্য হওয়ত, সব রকম ভালো কামেকের খাতির তৈরি হওয়ত,
2
কাকরৈইকের নিন্দা না কেরি আর বিরোধ নাক্যেরি নিনহ হওয়ত, সব মানুষকের সাথে ভাল ব্যবহার কেরত,
3
কাহেযে আগুই হামরিনুহু বকা, অবাধ্য, বুদ্ধিহিন, মেলাই রকম মেইলাল রিঝে আর সুকভগেকের চাকরওত্বে হিংসাই আর সয়তানিই সময় কাটালেইহে, ঘৃনাকের যগ্য রেহেলিয়ে আর একজন আরএক জনকের হিংসা কেরেতেলিহেখেন।
4
কিন্তু যখন হামরিক মুক্তিদাতা ঈশ্বরকের মধুক সভাব আর মানুষ জাইতকের উপর ভালোবাসা প্রকাশ হলেক,
5
তখন অইঁ হামরিকের ধারমিকতাক খাতির নিহি, কিন্তু নিজেকের আদর আর দয়াই নতুন জন্মেক দাঁরাইঁ হামরিকের ধোই সাফা কেরলাক আর পবিত্র আত্মাই নতুন কেরি হামরিকের রক্ষা কেরলাক।
6
উঁ আত্মাকে ওইঁ হামরিকের মুক্তিদাতা যীশু খ্রিষ্টেক দ্বারাইঁ হামরিকের উপর ঢের কেই দেলাক;
7
যাতে তাকরে দয়াই ধারমিক হিসাবে হামরিন অনন্ত জীবনকের আশায় মালিক হয়হে,
8
তই বিশ্বস্ত ভাবে কাথা ক্যেহ্যে; যাখরিন ঈশ্বরকের বিশ্বাসী হলহত, তাখরিন যাতেঁ ভাল কামকেরেলায় চিন্তা কেরত। এহে সব বিষয়কের মানুষকের খাতির ভাল উপকারি।
9
কিন্তু তয়ঁ সকল বকামি তরক বিতরক আর বংশ। বলি, ঝাগড়া আর ব্যবস্থাকের বির্তকলেল দুরে রিইহা , কাহে যে এহেটাই লাভ নেহি হতেক কিন্তু ক্ষতি হতেক।
10
যেঁ লক দল ভাঙ্গেই, তাকরা দুই একবার মানা ক্যের্যেক বাদ দাহাক;
11
জানি রাখা এহেরং লককের কামেক বুদ্ধি নখলেক আর ওয়ঁ পাপ কেরেই, নিজেকেহিঁ দশ দেক।
12
হামে যখন তরঠিন আর্ত্তীমাকে না হলে তখিককে পাঠাবেই, তখন তই নীকপলি শহরে হামরিক ঠিন তাড়াতাড়ি আওয়ে; কাহ্যে যেঁ উুঁ জাঘাই হামে ঠান্ডাককাল কাটাম কেহি ঠিক কেরলহঁ।
13
ব্যবস্থাকের গুরু সীীনাকে আর আপল্লোকে ভালকেেই পাঠাই দিহিন, তাখরিক যাতেঁ কনহ কিছুক অভাব না হওয়েক।
14
আর হামরিকের লকগুলাও দরকার মত উপকার কেরি ভাল কাম কেরেক শিক্ষাক খাতির সম্পূর্ণ নিজেক নিয়োযিত কেরোক, যাতেঁ ফল ছাড়া না হয় গিরত।
15
হামরিন বন্ধুগুলা তরা শুভেচ্ছা জানাইহো। যাখরিন বিশ্বাস সহকারে হামরিকের ভাল বাসত, তাখরিকের শুভেচ্ছা জানাইহাক। অনুগ্রহ সবেক সাথেঁ রোহোক। আমেন।