অধ্যায়ঃ১

1 পৌলক, খ্রীষ্টক একজন প্রেরিতক, হে প্রেরিতক পদ কোন মানুষক কাছু থাকিক বা কোন মানুষক মধ্যে ও ন্যা, কিন্তুক যীশু খ্রীষ্ট আবার পিতা ঈশ্বরক যিনি মরল মধ্যে থাকিক তেকরা উঠাক তেকনি মাধ্যমেই পেছালেছে, 2 আবার হামর সঙ্গে সবু ভাইয়, গালাতিয়া প্রদেশম মণ্ডলীক প্রতি। 3 হামনিক পিতা ঈশ্বরক আবার প্রভু যীশু খ্রীষ্ট তোহরনি প্রতি অনুগ্রহ ও শান্তি দান কেরবি। 4 তে হামনিক পাপক জন্যে নিজক প্রদান কেরেলকে , যেন হামনিক ঈশ্বরক ও পিতাক ইচ্ছা অনুসারক হামনিক হে উপস্থিক মন্দ যুগ থাকিক উদ্ধারক কেরবি । 5 যুগপর্য্যায়ক যুগ যুগ ঈশ্বরক মহিমা হোক । আমেন। অন্য কোনো সুসমাচার ন্যা। 6 হামে অবাক হলেছিও যে , খ্রীষ্টক অনুগ্রহ যেকনি তোহরনিক আহ্বান কেরেছে, তোনি হেতনা তাড়াতাড়ি তা থাকিক অন্য সুসমাচারক দিকে ফিরিক যাচ্ছি। 7 তা অন্য কোন সুসমাচার ন্যা; কেবল এমনি কিছু মানুষক ছে, যেকরা তোহরনিক অস্থির কেরেছে আবার খ্রীষ্টক সুসমাচার বিকৃত কেরেল চাইয়েছিও। 8 কিন্তুক হামনি তোহরনিক কাছু যে সুসমাচার প্রচার কেরেছিও , তা ছাড়া অন্য সুসমাচার যদি কেউ প্রচার কেরে হামনিই কেরিয়ে, আবার স্বর্গম থাকিক আসিক কোনো দূত কেরুক- তবে সে শাপগ্রস্ত হোক। 9 হামনি আগে যেমন কেহেছেলিও আবার এখনি হামে আবার কেহেছিও , তোনি যা গ্রহণ কেরেছি, তা ছাড়া অন্য কোনো সুসমাচার যদি কেউ তোহরনিক কাছু প্রচার কের, তবে সে শাপগ্রস্ত হোক । 10 হামে এতে কেকর অনুমোদন মাংয়েছিও মানুষক ন্যা ঈশ্বরক ? অথবা হামে কী মানুষক সন্তুষ্ট কেরেক চেষ্টা কেরেছিও? যদি এখনি ও মানুষক সন্তুষ্ট কেরতেলিও , তবে খ্রষ্টিক দাস ন্যা হতলিও। পৌলক ঈশ্বরক আহবান। 11 কারণ , হে ভাইয়রা , হামনি মধ্যে যে সুসমাচার প্রচারিত হয়েছে, তেকর বিষয় ত্হেরনিক জানোচ্ছিও যে , তা মানুষক মতানুযায়ী ন্যা। 12 হামে মানুষক কাছু তা গ্রহণ ও কেরকো আবার শিক্ষা ও পাইনি ; কিন্তুক যীশু খ্রীষ্টক প্রকাশক মধ্যে পালেছিও। 13 তোনি তো যিহুদী ধর্ম হামনি আগেক আচার ব্যবহারক কাথা শুনলেছে; হামে ঈশ্বরক মণ্ডলীক অতি তাড়নাও বিধ্বস্ত কেরতেলিও; 14 হামে পরম্পরাগত পৈতৃক রীতিনীতি পালনক খুব উদ্যোগী হওয়াতে হামর স্বজাতীয় সমবয়স্ক অনেক মানুষক অপেক্ষা যিহুদী ধর্ম আগে আগে এগুয়াক যাচ্ছিলিয়ে। 15 কিন্তুক ঈশ্বরক , যে হামরা হামর মায়েক গর্ভ থাকিক আলাদা কেরলেছেলো আবার নিজক অনুগ্রহক মাধ্যমে আহ্বান কেরলেছেলো, 16 তে নিজক পুত্রক হামনিক মধ্যে প্রকাশ কেরেক ইচ্ছা কেরেলকো, যেন হামে অযিহুদীক মধ্যে তেকর বিষয়ে সুসমাচার প্রচার কেরিও, তেখনি হামে একটুক জন্যে রক্ত ও মাংসক সাথে পরার্মশ কেরলিও ন্যা। 17 আবার যিরূশালমক হামনিক আগে প্রেরিতক কাছু গেলিও ন্যা, কিন্তুক আরব দেশেম চেলি গেলিও , পরে দম্মশক শহরম ঘুরিক আলিও। 18 তেকর পর তিন বছর পর হামে কৈফার সাথে পরিচিত হয়েক জন্যে যিরূশালম গেলিও আবার পনেরো দিন তেকর কাছু রেহেলিও। 19 কিন্তুক প্রেরিতদেরকেনিক মধ্যে অন্য কেকরো ন্যা দেখলিও , কেবল প্রভুক ভাই যাকোবক দেখলিও । 20 হে যে সবু কাথা তোহরনিক লেখলেছিও , দেখি, ঈশ্বরক আঘুম কেহেছিও, হামে মিথ্যা ন্যা কেহেছিও। 21 তেকর পর হামে সুরিয়াক ও কিলিকিয়াক অঞ্চলম গেলিও । 22 আর তেখনি ও হামে যিহূদীয়াক প্রদেশম খ্রীষ্টক মণ্ডলীক গুলিক সঙ্গে চাক্ষুষ পরিচিত ছেলিও ন্যা। 23 তেকরা শুধু শুনেল পারলেছিও, যে ব্যক্তি আগে হামনিক তাড়না কেরেছে, সে এখনি সেই বিশ্বাস বিষয়ক সুসমাচার প্রচার কেরেছে, যে আগে বিনাশ কেরে; 24 আবর হামর জন্যে তেকর ঈশ্বরক গৌরব কেরেল লাগেলকে।