পিতর, যাকোব, যোহন প্রভু যীশুর সাথে পর্বতের উঁচু স্থানে গিয়েছিলেন .
প্রভু যীশু রূপান্তরিত হওয়ার ফলে তাঁর মুখ সুর্যের আলোর মত দীপ্তিময় এবং তাঁর বস্ত্র উজ্বল সাদা রঙের মত দেখাল .
মোশী এবং এলিয় এসে প্রভু যীশুর সাথে কথা বলেছেন .
পিতর তিন জনের জন্য তিনটি কুটীর বানাতে চেয়েছিলেন .
মেঘের মধ্যে থেকে এই বাণী হয়েছিল "এ আমার প্রিয় পুত্র, এর উপরেই আমি খুশি"এর কথা শোন .
প্রভু যীশু আজ্ঞা দিয়ে তাঁর শিষ্যদের বললেন যে পর্যন্ত মনুষ্য পুত্র মৃত্যু থেকে জীবিত না হয় সে পর্যন্ত কাউকেও এই দর্শনের কথা না বলতে .
প্রভু যীশু বলেছিলেন যোহন বাপ্তিস্মদাতাই হলেন এলিয় যে এসেছিলেন এবং তারা সেই সব তাঁর সাথে করেছেনে যা যা তারা চেয়েছেন .
প্রভু যীশু বলেছিলেন এলিয় অবশ্যই আসবেন এবং সমস্ত কিছু পুনঃস্থাপন করবেন .
মৃগী রোগে আক্রান্ত ছেলেটিকে সুস্থ করতে শিষ্যেদের বিশ্বাসী ও ভাল হতে হবে .
প্রভু যীশু ভূতকে ধমক দিয়ে বের করে দিলেন এবং ছেলেটি সঙ্গে সঙ্গে ভাল হয়ে গেল .
প্রভু যীশু বলেছিলেন তাঁদের অল্প বিশ্বাসের জন্য তাঁরা মৃগী রোগে আক্রান্ত ছেলেটিকে সুস্থ করতে পারেননি.
প্রভু যীশু শিষ্যদের বলেছিলেন সে মানুষদের হাতে সমর্পিত হবে, তারা তাঁকে মেরে ফেলবে এবং সে তৃতীয়দিনে পুনরায় মৃত্যু থেকে উঠবেন .
প্রভু যীশু পিতরকে সমুদ্রে গিয়ে বড়শী ফেলতে বলেছিলেন, এবং প্রথম যে মাছটি ধরা পড়ে সেটি নিয়ে আসতে, তার মুখের মধ্যে করে তাদের কর দিয়েছিলেন .