ফরীশী ও সদ্দুকিরা প্রভু যীশুর কাছে থেকে স্বর্গীয় চিহ্ন দেখতে চেয়েছিলেন .
প্রভু যীশু ফরীশী ও সদ্দুকিদের দেওয়ার জন্য যোনার চিহ্নের কথা বলেছিলেন .
প্রভু যীশু তাঁর শিষ্যদেরকে ফরীশী ও সদ্দুকীদের তাড়ীর থেকে সাবধানে থাকতে বলেছেন .
প্রভু যীশু তাঁর শিষ্যদেরকে ফরীশী ও সদ্দুকীদের শিক্ষা থেকে সাবধানে থাকতে বলেছেন.
প্রভু যীশু তাঁর শিষ্যদের জিজ্ঞাসা করেছিলেন, "মনুষ্যপুত্র কে এই বিষয়ে লোকেরা কি বলে".
কিছু লোক ভেবেছিলেন প্রভু যীশু হলেন যোহন বাপ্তিস্মদাতা, বা এলিয় বা যিরমিয় বা ভাববাদীদের মধ্যে একজন .
পিতর উত্তর দিয়েছিলেন, "তুমি সেই খ্রীষ্ট, জীবন্ত ঈশ্বরের পুত্র".
প্রভু যীশুর প্রশ্নের উত্তর পিতর জানতেন কারণ পিতা তাঁর কাছে প্রকাশ করেছিলেন.
প্রভু যীশু পিতরকে স্বর্গরাজ্যের চাবি দিয়েছিলেন, যেন সে পৃথিবীতে যা বাঁধবেন এবং খুলবেন, সেগুলো স্বর্গেও বাঁধা এবং খুলা হবে .
প্রভু যীশু তাঁর শিষ্যদের বলতে শুরু করেছিলেন, সে যিরুশালেমে যাবেন, যন্ত্রণা সহ্য করবেন, মৃত্যু হবে এবং তৃতীয় দিনে উঠবেন .
প্রভু যীশু পিতরকে বলেছিলেন, "শয়তান আমার কাছ থেকে দূরে সরে যাও".
প্রভু যীশুকে যারা অনুসরণ করতে চায় প্রথমে তারা নিজেকে অস্বীকার করুক এবং নিজের ক্রুশ নিজে বহন করুক .
প্রভু যীশু বলেছেন কোন লোক পৃথিবীর সমস্ত ধন পেয়ে যদি নিজের প্রাণ হারায় তাহলে সেটাতে তার কোন লাভ হয় না.
প্রভু যীশু বলেছেন মনুষ্য পুত্র তাঁর পিতার মহিমা, ও স্বর্গদূতের সাথে আসবেন .
মনুষ্য পুত্র যখন আসবেন তখন তিনি প্রত্যেক লোক কে তার কর্ম্ম অনুযায়ী ফল দিবেন .
প্রভু যীশু বলেছিলেন তাঁর সাথে কিছু লোক দাঁড়িয়ে আছে তারা মনুষ্য পুত্রেকে তাঁর রাজ্যের সাথে ফিরে আসতে দেখবেন .