Matthew 14

Matthew 14:2

হেরোদ প্রভু যীশুকে কি ভেবেছিলেন?

হেরোদ ভেবেছিলেন প্রভু যীশু খ্রীষ্ট হলেন যোহন বাপ্তিস্মদাতা যিনি মৃত্যু থেকে উঠেছেন.

Matthew 14:4

হেরোদ কি অন্যায় কাজ করেছিলেন যেটা যোহন বাপ্তিস্মদাতা তাকে বলেছিলেন?

হেরোদ তার ভাই এর স্ত্রীকে বিয়ে করেছিলেন.

Matthew 14:5

হেরোদ কেন যোহনকে তাড়াতাড়ি করে মারতে পারেননি?

হেরোদ জনগনকে ভয় পেত, এইজন্য যোহন বাপ্তিস্মদাতাকে মারতে চেয়েও মারতে পারেননি কেননা জনগণ যোহনকে ভাববাদী মনে করত .

Matthew 14:7

হেরোদের জন্মদিনে হেরোদিয়ার মেয়ে নেচে তাকে খুশি করার পর তিনি কি করলেন?

হেরোদ, হেরোদিয়ার মেয়ের কাছে প্রতিজ্ঞা করেছিলেন সে যেকোন কিছু তার কাছে চাইতে পারেন .

Matthew 14:8

হেরোদিয়ার মেয়ে কি চেয়েছিলেন?

হেরোদিয়ার মেয়ে যোহন বাপ্তিস্মদাতার কাটা মুন্ডু একটী থালার মধ্যে চেয়েছিলেন.

Matthew 14:9

হেরোদ কেন হেরোদিয়ার মেয়ের কথা রেখেছিলেন?

হেরোদিয়ার মেয়ের কথা অনুযায়ী হেরোদ করেছিলেন কারণ তিনি প্রতিজ্ঞা করেছিলেন ও যে সমস্ত লোক তার সাথে রাতের খাবার খাচ্ছিলেন তারাও প্রতিজ্ঞার কথা শুনেছিলেন বলে .

Matthew 14:14

যখন অনেক লোক প্রভু যীশুর পেছনে চলছিল তখন সেটা দেখে তাঁর কি প্রতিক্রিয়া ছিল?

লোকদের জন্য প্রভু যীশুর করুনা হয়েছিল, এবং সে রোগ থেকে তাদের সুস্থ করেছিলেন .

Matthew 14:16

প্রভু যীশু লোকদের জন্য তাঁর শিষ্যদের কি করতে বলেছিলেন?

প্রভু যীশু তাঁর শিষ্যদের বলেছিলেন যেন তারা লোকদেরকে খাবার দেয় .

Matthew 14:19

শিষ্যেরা যে পাঁচটি রুটী ও দুটো মাছ এনেছিলেন সেগুলো নিয়ে প্রভু যীশু কি করলেন?

প্রভু যীশু স্বর্গের দিকে চেয়ে ধন্যবাদ করে রুটী ভাঙ্গলেন ও শিষ্যদেরকে দিলেন যেন তারা লোকদের খেতে দেয় .

Matthew 14:20

কত জন লোক খেয়েছিলেন এবং কত ঝুড়ি খাবার বেচে গিয়েছিল?

প্রায় পাঁচ হাজার পুরুষ, মহিলা এবং বাচ্চারা তৃপ্তি করে খেয়েছিলেন এবং ১২ ঝুড়ি বেচেও গিয়েছিল .

Matthew 14:21

Matthew 14:23

প্রভু যীশু লোকদের বিদায় করার পরে কি করেছিলেন?

প্রভু যীশু পর্বতের উপরে গিয়েছিলেন নিজে প্রার্থনা করতে .

Matthew 14:24

সমুদ্রের মধ্যে শিষ্যদের সাথে কি ঘটেছিল?

ঝড় ও ঢেউ এর জন্য শিষ্যদের নৌকা নিয়ন্ত্রনের মধ্যে ছিল না .

Matthew 14:25

প্রভু যীশু তাঁর শিষ্যদের কাছে কিভাবে গিয়েছিলেন?

প্রভু যীশু তাঁর শিষ্যদের কাছে জলের উপর দিয়ে হেঁটে গিয়েছিলেন .

Matthew 14:27

শিষ্যেরা যখন প্রভু যীশুকে দেখলেন তখন তিনি তাদেরকে কি বলেছিলেন?

প্রভু যীশু তাঁর শিষ্যদের সাহস করতে ও ভয় না পেতে বলেছেন .

Matthew 14:29

প্রভু যীশু পিতরকে কি করতে বলেছিলেন?

প্রভু যীশু পিতরকে জলের উপর দিয়ে হেঁটে আসতে বলেছিলেন .

Matthew 14:30

পিতর জলের মধ্যে ডুবে যাচ্ছিল কেন?

পিতর যখন ভয় পেয়েছিল তখন সে জলের মধ্যে ডুবে যাচ্ছিল .

Matthew 14:32

প্রভু যীশু ও পিতর যখন নৌকার মধ্যে গিয়েছিল তখন কি হয়েছিল?

যখন প্রভু যীশু ও পিতর নৌকার মধ্যে গিয়েছিল তখন ঝড় থেমে গেল.

Matthew 14:33

এইসব দেখার পর শিষ্যেরা কি করলেন?

যখন অন্যান্য শিষ্যেরা এইসব দেখলেন তখন তাঁরা প্রভু যীশুকে প্রনাম করলেন এবং বললেন সে ঈশ্বরের সন্তান .

Matthew 14:35

যখন শিষ্যেরা ও প্রভু যীশু সমুদ্রেরর অন্য পারে গেলেন তখন লোকেরা কি করলেন?

যখন শিষ্যেরা ও প্রভু যীশু সমুদ্রেরর অন্য পারে গেলেন তখন লোকেরা প্রভু যীশুর কাছে সমস্ত রুগীদের নিয়ে আসলেন .