যেসব বীজ পথের পাশে পড়েছিল সেগুলোকে পাখীরা খেয়ে ফেলল.
যেসব বীজ পাথরযুক্ত জমির উপরে পড়েছিল সেগুলো খুব তাড়াতাড়ি অঙ্কুরিত হল কিন্তু সূর্যের তাপে শুকিয়ে এবং পুড়ে গেল .
যেসব বীজ কাঁটাবনের মধ্যে পড়েছিল সেগুলোকে কাঁটাবন বেড়ে উঠতে দিল না .
যেসব বীজ ভালো জমিতে পড়েছিল সেগুলো ফল দিল, কিছু একশ গুন, কিছু ষাট গুন এবং কিছু তিরিশ গুন.
যিশাইয় ভাববাণী করেছিলেন লোকেরা শুনবে কিন্তু বুঝতে পারবেন না, তারা দেখবে কিন্তু কোন মতে জানতে পারবে না.
প্রভু যীশুর কথা যারা শুনেছে কিন্তু বুঝতে পারেনি তাদের হৃদয় খারাপ হয়ে গিয়েছে, কানেও শুনে না এবং চোখও বন্ধ করে রেখেছে.
যেসব বীজ পথের পাশে পড়েছিল সেগুলো এমন লোকের মত যারা ঈশ্বরের রাজ্যের কথা শুনে কিন্তু কোন মতেই বুঝতে পারে না, এরপর শয়তান একদিন এসে তাদের হৃদয় থেকে সমস্ত বাক্য ছিনিয়ে নিয়ে যায়.
যেসব বীজ পাথর যুক্ত জমিতে পড়েছিল তারা এমন লোক যারা ঈশ্বরের বাক্য শুনে, তাড়াতাড়ি গ্রহনও করে কিন্তু কোন তাড়না আসলে পিছিয়ে যায়.
যেসব বীজ কাঁটাবনের মধ্যে পড়েছিল তারা এমন লোক যারা ঈশ্বরের বাক্য শুনে, কিন্তু জগতের মায়া এবং ধন-সম্পদের লোভে বেড়ে উঠতে পারেনা .
যেসব বীজ ভালো জমিতে পড়েছিল তারা এমন লোক যারা ঈশ্বরের বাক্য শুনে ও বোঝে, এবং তারা প্রচুর ফলবান হয় .
এক জন শত্রু জমিতে আগাছা বুনে দিলেন.
জমির মালিক তাঁর কর্মচারীকে বলেছিলেন দুটোকেই শস্য পাকা পর্যন্ত বেড়ে উঠতে দাও, এরপর আগাছা গুলোকে একসাথে করে আগুনে পুড়ানো যাবে এবং গম গুলোকে গোলায় রাখা যাবে.
সর্ষে বীজ খেতের অন্যান্য গাছের চেয়েও বড় হয়ে উঠে যার ডালে পাখীরা বাস করে.
প্রভু যীশু বলেছিলেন স্বর্গ রাজ্য এমন তাড়ীর মত যা তিন মণ ময়দার সাথে মেশানো হল যতক্ষণ না ময়দা তাড়ীর যুক্ত হল .
ভালো বীজ রোপনের রোপনকারী হলেন প্রভু যীশু খ্রীষ্ট, জমি হল এই পৃথিবী, ভালো বীজ হল ঈশ্বরের রাজ্যের সন্তানেরা, আগাছা হল শয়তানের সন্তান এবং আগাছা রোপনকারী হল শয়তান.
যারা শস্য ছেদনকারী তারা স্বর্গদূত, শস্য ছেদনের সময় হল পৃথিবীর শেষ দিন .
পৃথিবীর শেষ দিনে অন্যায়কারীদের অগ্নিকুন্ডে ছুড়ে ফেলে দেওয়া হবে.
পৃথিবীর শেষ দিনে ধার্মিক লোকেরা সূর্যের মত উজ্বল দেখাবে.
যে মানুষ ঐ বহুমূল্য ধন খুঁজে পায় সে তার সমস্ত কিছু বিক্রি করে ঐ বহুমূল্য জমিটি কিনে নেয়.
যে মানুষ বহুমূল্য মুক্তাটি খুঁজে পায় সে সমস্ত কিছু বিক্রি করে সেটা কিনে নেয়.
জাল থেকে যেমন অপ্রয়োজনীয় জিনিস গুলোকে দামী মাছ থেকে আলাদা করে ছুড়ে ফেলে দেওয়া হবে ঠিক তেমনি পৃথিবীর শেষ দিনে অধার্মিক লোকদের কে ধার্মিক লোকদের থেকে আলাদা করে অগ্নিকুন্ডে ছুড়ে ফেলা হবে.
লোকেরা বলাবলি করতে লাগলেন "কোথা থেকে এই মানুষটি এমন জ্ঞান ও আশ্চর্য্য কাজ করার ক্ষমতা পান".
প্রভু যীশু বলেছিলেন এক জন ভাববাদী তার নিজের দেশে সম্মান পান না.
লোকদের অবিশ্বাসের কারণে প্রভু যীশু তাঁর নিজের এলাকাতে বেশী আশ্চর্য্য কাজ করলেন না.