Matthew 13

Matthew 13:4

প্রভু যীশুর বীজরোপনের গল্পে, যেসব শস্যদানা পথের পাশে পড়েছিল সেগুলোর সাথে কি হয়েছিল?

যেসব বীজ পথের পাশে পড়েছিল সেগুলোকে পাখীরা খেয়ে ফেলল.

Matthew 13:5

প্রভু যীশুর বীজরোপনের গল্পে, যেসব বীজ পাথরযুক্ত জমির উপরে পড়েছিল সেগুলোর সাথে কি হয়েছিল?

যেসব বীজ পাথরযুক্ত জমির উপরে পড়েছিল সেগুলো খুব তাড়াতাড়ি অঙ্কুরিত হল কিন্তু সূর্যের তাপে শুকিয়ে এবং পুড়ে গেল .

Matthew 13:6

Matthew 13:7

প্রভু যীশুর বীজরোপনের গল্পে, যেসব বীজ কাঁটাবনের মধ্যে পড়েছিল সেগুলোর সাথে কি হয়েছিল?

যেসব বীজ কাঁটাবনের মধ্যে পড়েছিল সেগুলোকে কাঁটাবন বেড়ে উঠতে দিল না .

Matthew 13:8

প্রভু যীশুর বীজরোপনের গল্পে, যেসব বীজ ভালো জমিতে পড়েছিল সেগুলোর সাথে কি হয়েছিল?

যেসব বীজ ভালো জমিতে পড়েছিল সেগুলো ফল দিল, কিছু একশ গুন, কিছু ষাট গুন এবং কিছু তিরিশ গুন.

Matthew 13:14

যিশাইয় ভাববাণী করেছিলেন লোকেরা শুনবে এবং দেখবে কিন্তু কি করতে পারবে না?

যিশাইয় ভাববাণী করেছিলেন লোকেরা শুনবে কিন্তু বুঝতে পারবেন না, তারা দেখবে কিন্তু কোন মতে জানতে পারবে না.

Matthew 13:15

প্রভু যীশুর কথা যারা শুনেছে কিন্তু বুঝতে পারেনি তাদের কি হয়েছে?

প্রভু যীশুর কথা যারা শুনেছে কিন্তু বুঝতে পারেনি তাদের হৃদয় খারাপ হয়ে গিয়েছে, কানেও শুনে না এবং চোখও বন্ধ করে রেখেছে.

Matthew 13:19

বীজরোপনের গল্পে পথের পাশে যেসব বীজ পড়েছিল তাদের সাথে কেমন লোকের তুলনা করেছেন?

যেসব বীজ পথের পাশে পড়েছিল সেগুলো এমন লোকের মত যারা ঈশ্বরের রাজ্যের কথা শুনে কিন্তু কোন মতেই বুঝতে পারে না, এরপর শয়তান একদিন এসে তাদের হৃদয় থেকে সমস্ত বাক্য ছিনিয়ে নিয়ে যায়.

Matthew 13:20

বীজরোপনের গল্পে পাথর যুক্ত জমিতে যেসব বীজ পড়েছিল তাদের সাথে কেমন লোক কে তুলনা করেছেন?

যেসব বীজ পাথর যুক্ত জমিতে পড়েছিল তারা এমন লোক যারা ঈশ্বরের বাক্য শুনে, তাড়াতাড়ি গ্রহনও করে কিন্তু কোন তাড়না আসলে পিছিয়ে যায়.

Matthew 13:21

Matthew 13:22

বীজরোপনের গল্পে কাঁটাবনের মধ্যে যেসব বীজ পড়েছিল তাদের সাথে কেমন লোক কে তুলনা করেছেন?

যেসব বীজ কাঁটাবনের মধ্যে পড়েছিল তারা এমন লোক যারা ঈশ্বরের বাক্য শুনে, কিন্তু জগতের মায়া এবং ধন-সম্পদের লোভে বেড়ে উঠতে পারেনা .

Matthew 13:23

বীজরোপনের গল্পে ভালো জমিতে যেসব বীজ পড়েছিল তাদের সাথে কেমন লোক কে তুলনা করেছেন?

যেসব বীজ ভালো জমিতে পড়েছিল তারা এমন লোক যারা ঈশ্বরের বাক্য শুনে ও বোঝে, এবং তারা প্রচুর ফলবান হয় .

Matthew 13:28

আগাছা রোপনের গল্পে, কে জমিতে আগাছা বুনে দিয়েছিলেন?

এক জন শত্রু জমিতে আগাছা বুনে দিলেন.

Matthew 13:30

জমির মালিক তাঁর কর্মচারীকে আগাছা ও গোমের বিষয়ে কি নির্দেশ দিয়েছিলেন?

জমির মালিক তাঁর কর্মচারীকে বলেছিলেন দুটোকেই শস্য পাকা পর্যন্ত বেড়ে উঠতে দাও, এরপর আগাছা গুলোকে একসাথে করে আগুনে পুড়ানো যাবে এবং গম গুলোকে গোলায় রাখা যাবে.

Matthew 13:31

প্রভু যীশুর সর্ষে বীজের গল্পে ছোট্ট সর্ষে বীজের বিষয়ে কি বলেছিলেন ?

সর্ষে বীজ খেতের অন্যান্য গাছের চেয়েও বড় হয়ে উঠে যার ডালে পাখীরা বাস করে.

Matthew 13:32

Matthew 13:33

প্রভু যীশু কিভাবে বলেলন স্বর্গ রাজ্য ছিল তাড়ীর মত?

প্রভু যীশু বলেছিলেন স্বর্গ রাজ্য এমন তাড়ীর মত যা তিন মণ ময়দার সাথে মেশানো হল যতক্ষণ না ময়দা তাড়ীর যুক্ত হল .

Matthew 13:37

আগাছা রোপনের গল্পে, কে ভালো বীজ রোপন করেন, জমি কে, ভালো বীজ কে, আগাছা কারা, কে আগাছা রোপনকারী?

ভালো বীজ রোপনের রোপনকারী হলেন প্রভু যীশু খ্রীষ্ট, জমি হল এই পৃথিবী, ভালো বীজ হল ঈশ্বরের রাজ্যের সন্তানেরা, আগাছা হল শয়তানের সন্তান এবং আগাছা রোপনকারী হল শয়তান.

Matthew 13:39

আগাছা রোপনের গল্পে, কে শস্য ছেদনকারী এবং শস্য ছেদনের সময় কি ইঙ্গিত করে?

যারা শস্য ছেদনকারী তারা স্বর্গদূত, শস্য ছেদনের সময় হল পৃথিবীর শেষ দিন .

Matthew 13:42

পৃথিবীর শেষ দিনে অন্যায়কারীদের সাথে কি করা হবে?

পৃথিবীর শেষ দিনে অন্যায়কারীদের অগ্নিকুন্ডে ছুড়ে ফেলে দেওয়া হবে.

Matthew 13:43

পৃথিবীর শেষ দিনে ধার্মিকদের সাথে কি করা হবে?

পৃথিবীর শেষ দিনে ধার্মিক লোকেরা সূর্যের মত উজ্বল দেখাবে.

Matthew 13:44

প্রভু যীশুর দৃষ্টান্ত মূলক গল্পের মানুষটি জমির মধ্যে বহুমূল্যে ধন যা স্বর্গরাজ্যকে বোঝায়, খুঁজে পাওয়ার পর কি করেন?

যে মানুষ ঐ বহুমূল্য ধন খুঁজে পায় সে তার সমস্ত কিছু বিক্রি করে ঐ বহুমূল্য জমিটি কিনে নেয়.

Matthew 13:45

প্রভু যীশুর গল্পে মানুষটি বহুমূল্য মুক্তা যা স্বর্গরাজ্যকে প্রতিনিধি করে খুঁজে পাওয়ার পর কি করেন?

যে মানুষ বহুমূল্য মুক্তাটি খুঁজে পায় সে সমস্ত কিছু বিক্রি করে সেটা কিনে নেয়.

Matthew 13:46

Matthew 13:47

জালে ধরা মাছের গল্পটি পৃথিবীর শেষ দিনে কি হবে এই বিষয়ে কি বলে?

জাল থেকে যেমন অপ্রয়োজনীয় জিনিস গুলোকে দামী মাছ থেকে আলাদা করে ছুড়ে ফেলে দেওয়া হবে ঠিক তেমনি পৃথিবীর শেষ দিনে অধার্মিক লোকদের কে ধার্মিক লোকদের থেকে আলাদা করে অগ্নিকুন্ডে ছুড়ে ফেলা হবে.

Matthew 13:50

Matthew 13:54

প্রভু যীশু যখন নিজের এলাকাতে ফিরে এলেন তখন লোকেরা প্রভু যীশুর শিক্ষা শুনে কি জিজ্ঞাসা করেছিলেন?

লোকেরা বলাবলি করতে লাগলেন "কোথা থেকে এই মানুষটি এমন জ্ঞান ও আশ্চর্য্য কাজ করার ক্ষমতা পান".

Matthew 13:57

প্রভু যীশু এক জন ভাববাদী কে নিজের দেশের সম্পর্কে কি বলেছেন?

প্রভু যীশু বলেছিলেন এক জন ভাববাদী তার নিজের দেশে সম্মান পান না.

Matthew 13:58

লোকদের অবিশ্বাসের কারণে প্রভু যীশুর নিজের এলাকাতে কি হয়েছিল?

লোকদের অবিশ্বাসের কারণে প্রভু যীশু তাঁর নিজের এলাকাতে বেশী আশ্চর্য্য কাজ করলেন না.