Matthew 28

Matthew 28:1

এই ঘটনাটির শুরু হয় যখন যীশু মৃত্যু থেকে জীবিত হন৷

বিশ্রামবার শেষ হয়ে এলো, সপ্তাহের প্রথম দিনের সূর্য্য উদয়ের সময়

"পরে বিশ্রামবার শেষ হয়ে এলো, যখন রবিবারের সূর্য্য উদয় হল"

অন্য মরিয়ম

"অন্য আর একজন মহিলা যার নাম মরিয়ম," যাকোব ও যোহনের মা (২৭:৫৬)

দেখ

কিছু বিস্ময়কর বিষয় ঘটতে চলেছে তাই লেখক তাঁর পাঠকদের বলছেন৷ আপনার ভাষায় এটিকে করার একটি উপায় থাকতে পারে৷

সেখানে মহা ভূমিকম্প হল, কারণ প্রভুর এক দূত স্বর্গ থেকে নেমে এসে.....পাথরটা সরিয়ে দিলেন

সম্ভাব্য অর্থ: ১) ভূমিকম্প ঘটেছে কারণ স্বর্গদূত নিচে নেমে এসেছিলেন এবং পাথর সরিয়ে দিয়েছিলেন (ULB) বা ২) এই সব ঘটনা একই সময় ঘটেছিল (UDB)

ভূমিকম্প

আকস্মিক ও তীব্র কম্পনের ফলে ভূমি কেঁপে ওঠে৷

Matthew 28:3

মৃত্যু থেকে যীশুর জীবিত হওয়ার এটি সেই বিষয়ের ধারাবাহিক বিবরণ৷

তাঁর চেহারা

"স্বর্গদূতের চেহারা"

বিদ্যুতের মত ছিল

"বিদ্যুতের মত উজ্জ্বল ছিল"

তুষারশুভ্র

"অত্যন্ত উজ্জ্বল"

মৃত ব্যক্তির মত

"অসার অবস্থায়"

Matthew 28:5

মৃত্যু থেকে যীশুর জীবিত হওয়ার এটি সেই বিষয়ের ধারাবাহিক বিবরণ৷

নারীরা

"মগ্দলীনী মরিয়ম ও অন্য মরিয়ম"

যাকে ক্রুশে হত্যা করা হয়েছে

"যাকে লোকেরা ও সৈন্যরা ক্রুশের বিদ্ধ করেছিল" (দেখুন: কতৃবাচ্য বা কর্মবাচ্য)

কিন্তু জীবিত হয়েছেন

"কিন্তু ঈশ্বর তাঁকে জীবিত করেছেন৷" (দেখুন: কতৃবাচ্য বা কর্মবাচ্য)

Matthew 28:8

মৃত্যু থেকে যীশুর জীবিত হওয়ার এটি তার ধারাবাহিক বিবরণ৷

নারীরা

"মগ্দলীনী মরিয়ম ও অন্য মরিয়ম"

দেখ

কিছু বিস্ময়কর বিষয় ঘটতে চলেছে তাই লেখক তাঁর পাঠকদের বলছেন৷ আপনার ভাষায় এটিকে করার একটি উপায় থাকতে পারে৷

তাঁর পা জড়িয়ে ধরল

"নতজানু হয়ে তাঁর পা জড়িয়ে ধরল"

আমার ভাইয়েরা

যিশুর শিষ্যরা

Matthew 28:11

পুনরুত্থানকে কেন্দ্র করে কর্তৃপক্ষের যে প্রতিক্রিয়া শুরু হয় এটি সেই ঘটনার বিবরণ৷

নারীরা

"মগ্দলীনী মরিয়ম ও অন্য মরিয়ম"

দেখ

এটি আরো একটি বড় ঘটনার শুরুকে চিহ্নিত করে৷ এটি হয়ত পূর্বের ঘটনার থেকেও সম্পূর্ণ ভিন্ন লোকদেরও অন্তর্ভুক্ত করতে পারে৷ আপনার ভাষাতেও হয়ত এটি ব্যবহার করার একটি মাধ্যম আছে৷

তাদের সাথে আলোচনা করল

"নিজেদের মধ্যে একটি পরিকল্পনা করার সিদ্ধান্ত নিয়েছে৷" যাজকরা ও প্রাচীনেরা পাহারাদারদের অনেক টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে৷

অন্যদের তোমরা বলবে যে, যীশুর শিষ্যরা এসে....যখন আমরা ঘুমিয়েছিলাম

" যে কেউ তোমাদের জিজ্ঞাসা করে তাকে বোলো যীশুর শিষ্যরা এসে....যখন তোমরা ঘুমিয়ে ছিলে৷"

Matthew 28:14

কর্তৃপক্ষ সৈন্যদের কি করতে বলেছিল এটি সেই ঘটনার ধারাবাহিক বিবরণ৷

রাজ্যপাল

পীলাত (২৭: ২)

তাদের যেমন নির্দেশ দেওয়া হয়েছিল, তারা সেই রকম কাজ করল

"তারা সেই রকম কাজ করল যা যাজকরা তাদের করতে বলেছিল" (দেখুন: কতৃবাচ্য বা কর্মবাচ্য)

আজও

যে সময় মথি বইটি লিখেছিলেন

Matthew 28:16

মৃত্যু থেকে জীবিত হওয়ার পর যীশু তাঁর শিষ্যদের সঙ্গে সাক্ষাত করেন এই ঘটনাটি সেই বিষয়কে নিয়ে সুরু হয়৷

Matthew 28:18

মৃত্যু থেকে জীবিত হওয়ার পর যীশু তাঁর শিষ্যদের সঙ্গে সাক্ষাত করেন এটি সেই ঘটনার ধারাবাহিক বিবরণ৷

নামে

"কর্তৃত্বের মাধ্যমে"

Matthew 28:20

মৃত্যু থেকে জীবিত হওয়ার পর যীশু তাঁর শিষ্যদের সঙ্গে সাক্ষাত করেন এটি সেই ঘটনার ধারাবাহিক বিবরণ৷

তাঁদের শিক্ষা দাও

" যাদের তোমরা বাপ্তিস্ম দেবে তাদের শিক্ষা দিও" (২৮:১৯)

দেখ

"দৃষ্টিপাত কর" অথবা "শোন" বা "আমি তোমাদের কি বলছি তার প্রতি মনোযোগ দাও৷