অধ্যায় ১
1
পৌল আর তীমথিয়, খ্রীষ্ট যীশুক দাস , খ্রীষ্ট যীশুক যেতনা পবিত্র লোক পবিত্র লোক ফিলিপীয়ম হে, ওসনিক আর , পালক পরিচালকসেনিক ও খ্রীষ্ট পবিত্র লোকসেনিক কাছে।
2
হামনিক পিতা ঈশ্বরক ও প্রভু যীশু খ্রীষ্ট সেথির অনুগ্রহ ও শান্তি তোরনিক উপর আহক । ধন্যবাদ সুনামকেরা আর প্রার্থনা ।
3
তোরনিক কাথা মনে কেরিক হামে ঈশ্বরক ধন্যবাদ দেয়ে ,
4
সবসময় হামে তোরনিক জন্য প্রার্থনা কেরেয়ে, এটাই লেগে সবসময় এক আনন্দম প্রার্থনা;
5
হামে প্রথম দিন সেথির আজ পর্যন্ত সুসমাচারক পক্ষে তোরনিক সহভাগিতাম সেঙ্গে হেয়ে ।
6
হেটাম হামর খুব বিশ্বাস হে যে , তোরনিক মধ্যে যে ভালো কাম শুরু কেরলে , সে যীশু খ্রীষ্ট আহয়েক দিন পর্যন্ত তা সব ঠিক কেরতে।
7
আর তোরনিক সাবুক বিষয়ে হামর হে চিন্তা কেরাই উচিত ; কারণ হামে তোরনিক মনা ভিতর রাখায়ো ; কারণ হামে কারাগারম রেহা আর সুসমাচারক পক্ষে আর সততা সম্পর্কে তোরনি সাবু হামর সেঙ্গে দয়াক ভাগিদার ভেলেই ।
8
ঈশ্বর হামর সাক্ষী যে , যীশু খ্রীষ্টক ভালোবাসাম হামর মন তোরনিক সাবুক জন্য কেরকুম আশা কেরে ।
9
আর হামে হে প্রার্থনা কেরেয়ে যেনো , তোরনিক ভালোবাসা যেনো সবরকম আর সব বিচার বুদ্ধিমেনি আরো আরো বৃদ্ধি পাওয়ে;
10
হে ভাবে তোরনি যেনো , যেটা যেটা অন্যরখমক , সেটা পরিক্ষা কেরিক চিনেল পারি, খ্রীষ্টক দিন পর্যন্ত যেনো তোরনি পবিত্র আর নির্দোষ রেহি ,
11
যেনো সে ধার্মিকতাক সেই ফলম পূর্ণ হেয়ি, যেটা যীশু খ্রীষ্টম মাধ্যমে পাওয়া যাওয়ে, হেভাবে যেনো ঈশ্বরক গৌরব আর প্রশংসা হেওয়ে । খ্রীষ্টম পৌলক বন্দী ।
12
এখনি হে ভাইসেনি , হামর ইচ্ছা হেটা যে , তোরনি জানয়ে হামর সম্পর্কে যেটা যেটা ঘটলে তকর ভিতর দেক সুসমাচার প্রচারক কাম এগুয়া গেলে;
13
বিশেষকেরিক সব রাজপ্রাসাদ পাহারাদার আর অন্য সাবি জানে যে হামে খ্রীষ্ট বিশ্বাসী বলিক বন্দি হেয়ে ;
14
আর প্রভুম বিশ্বাসী মেলাভাইসেনি হামর বন্দিম জন্যে খুুবিবিশ্বসী ভেক নির্ভয়ে ঈশ্বরক বাক্য বলতে মেলাই সাহসী ভেলে ।
15
কোয়ো কোয়ো হিংসা আর ঝাগরাক মনোভাবক সেঙ্গে আর কেয়ো কোয়ো ভালো ইচ্ছাক সেঙ্গে খ্রীষ্টক প্রচার কেরে,
16
হে ম্যনষানিক মনাম ভালোবাসা হে বলিক হোসনি খ্রীষ্টক বিষয়ে প্রচার কেরে , কারণ জানে যে , হামে সুসমাচারক পক্ষে সমর্থন কেরেল নিযুক্ত হেইয়ে ।
17
কিন্তু হোসনি স্বার্থপর মতন আর অপবিত্রভাবে খ্রীষ্টক প্রচার কেরেক , হোসনি মনে কেরলে যে হামর কারণে হামর বন্দি আরো কষ্টকর কেরতে ।
18
তেহেলে কি ? সাবুক ক্ষেত্রেই , কিনা ভন্ডামীম বা সত্যভাবে , যে কোনো ভাবে হোক , খ্রীষ্টক প্রচারিত হেওয়ে ; আর হোটেম হামে আনন্দ কেরেয়ে , হয় , হামে আনন্দ কেরবে ।
19
কারণ হামে জানায়ে , তোরনিক প্রার্থনাম আর যীশু খ্রীষ্টক আত্মাক যোগদানম ভিতরদেক হেটা হামর পরিত্রাণক পক্ষে হেতে ।
20
হেভাবে হামর ইচ্ছা আর আশা হেটা যে , হামে কোনো ভাবে লজ্জিত ন্যে হেবে , কিন্তু সম্পূর্ণ সাহসক সেঙ্গে , যেরকুম সবসময় সেরকুম এখনিও, খ্রীষ্ট জীবনক ভিতরে হোক , কি মরনক ভিতর হোক , হামর ভিতর দেক খ্রীষ্ট দেহিয়াম প্রশংসিত হেতে ।
21
কারণ হামোর পক্ষে জীবন লেগে খ্রীষ্ট আর মরন লেগে লাভ ।
22
কিন্তু দেহিয়াম যে জীবন ,সেটাই যুদি হামর কামক ফল হেওয়ে , তেহেলে কোনটা হামে বাছি লেবে ,সেটা ন্যে জানেয়ে ।
23
অথচ হামে দুটানাম গিরগেলেয়ে ; হামোর ইচ্ছা হেটা যে , মরিকেনি ঈশ্বরক সেঙ্গে রেহে , কারণ সেটা মেলাই ভালো
24
কিন্তু দেহিয়াম বেঁচি রেহা তোরনিক জন্যে বেশি দরকার
25
আর হে বিশ্বাস হে বলিক হামে জানেয়ে যে রেহেবে ,এমনকি, বিশআমম তোরনিক উন্নতি আর আনন্দক জন্যে তোনি সাবু ঠিনা রেহেবো ,
26
যেন তোরনি ঠিনা আবার আওয়েক ভিতরদেক খ্রীষ্ট যীশুম তোরনিক হামরাক লেক আনন্দ উপচিক গিরে ।
27
কেবল , খ্রীষ্টক সুসমাচারক যোগ্যভাবে ওকর প্রজাগুলাক মতন ব্যবহার কর ; তেহেলে হামে আসিক তোরনিক দেখিয়ে , বা ন্যে রেহে , হামে যেন তোরনিক বিষয়ে শুনেল পায়ে যে, তোরনি এক আত্মামেনি দৃঢ় হেয়ি , এক প্রাণম সুসমাচারক বিশ্বামক পক্ষে খুবি কষ্ট কেরেই ;
28
আর কনো বিষয়ে বিপক্ষসেনি দেক ভীত ন্যে হেওয়েই ; হেটাম প্রমাণ হেতে হোটা হোসনিক বিনাষক জন্যে , কিন্তু তোরনিক পরিত্রানক প্রমাণ , আর হেটা ঈশ্বর সেতির আওয়ে ।
29
যেহেতু তোরনিক খ্রীষ্টক জন্যে হে আর্শিবাদটা দেওয়া ভেলো , যেন কেবল হোটেম বিশ্বাস কেরি ,সেটা ন্যে , কিন্তু ওকর জন্যে কষ্টভোগও কেরি ;
30
কারণ হামোর ভিতর যেরুপ দেখলেয়ি আর এখনিও সেটা সম্পর্কে যেটা শুনলেয়ি , সেরকুম কষ্ট তোরনিয়ক হেওয়ো ।