1
হামে পৌল , খ্যীষ্ট যীশুক একজন বন্দী , হামর প্রিয় ও সেঙ্গক প্রিয় ভাই ফিলীমনক ঠিনা,
2
আর হামনিক বেহিন আপ্পিয়া আর হামনিক সেনাপতি আর্খিপ্প ও তোরনিক ঘরক মন্ডলীক কাছে লিখিত পত্র আর হামনিক ভাই তীমথিয়র অভিবাদন:
3
হামনিক বাপা ঈশ্বরও প্রভু যীশু খ্রীষ্ট সেথির অনুগ্রহ ও শান্তি তোরনিক ওপরাম আওয়োক । পৌলক প্রর্থনা
4
হামে হামর প্রর্থনা সময় তোর নাম স্মরণ কেরি সাবসময় হামর ঈশ্বরক ধন্যবাদ কেরিক রেহয়ে,
5
তোর যে বিশ্বাস প্রভু যীশুক ওপর ও সব পবিত্র লোক ওপরাম ভালোবাসা হেও, সে কাথা হামে শুনেল পাওয়ায়ে।
6
হামে এই প্রার্থনা কেরায়ে যে হামনিক ভিতর যীশু খ্রীষ্টম যে সাব সহভাগিতা জ্ঞান হে যেন তোরনি বিশ্বাসক অংশগ্রহণ খ্রীষ্টক উদ্দেশ্য সেগুলা কার্যকারী হেওয়ো ।
7
কারণ তোর প্রেমম হামে মেলা আনন্দ ও সান্ত্বনা পালায়ে আর হে প্রিয় ভাই তোরনিক জন্য পবিত্র লোকক হৃদয় তাজা ভেলে । শুনীষিমের জন্য পৌলক অনুরোধ ।
8
এই জন্য তোর যেটা কেরা উচিত সেই বিষয়ে আদেশ দিয়েক খ্রীষ্টক যুদি হামর পুরাপুরি সাহস হে ,
9
তবুও হামে প্রেমক সেঙ্গে তোরনিক জিগ্সা কেরাওয়ো পৌলক মত সেই বুড়া লোক এখনি আবার সেই খ্রীষ্ট যীশুক কারণে বন্ধী ।
10
হামে বন্দী অবস্থাম যাকরাক আত্মিক বাপা হিসাবে জন্ম দেলে সেই ওনীষিনমক বিষয়ে তোর ঠিনা অনুরোধ কেরায়ো ।
11
সে আগু তোর ঠিনা লাভজনক ন্যে হেলো কিন্তু এখনি সে তোর ও হামর দুজনক কাছে লাভজনক ।
12
হামর নিজক মনক মত প্রিয় লোকক তোর ঠিনা ঘুরাক দেলিও ।
13
হামে ওকরাক হামর সেঙ্গে রাখেল খোজিল্লেওলিয়ে, যেন সে সুসমাচারম বন্দী দশায় তোর ভেগ হামর সেবা কেরে ।
14
কিন্তু তোর ছাড়া হামে কিছু কেরেল ন্যে মাঙ্গেলায়ে , যেন তোর অনিচ্ছাকৃতভাবে ন্যে ভেগ, কিন্তু নিজক ইচ্ছাম যেন সাব কিছু হেওয়ে।
15
কিছু কালক জন্য সে তোর কাছ সেথির আলাদা ভেলে, যেন তহ ওকরাক চিরকালক জন্য সে তোর কাছে সেথির আলাদা ভেগেলাই , যেন তহ ওকরাক চিরকালক জন্য পাওয়েল পারিস,
16
একজন দাশক মত ন্যে, বিশেষ কেরিক ওহু হামর দেহক আর ঈশ্বরক বিষয়ে তোরনিক কাছে কেতনা বেশি প্রিয় ।
17
যুদি তহ হামরাক অংশীদার ভাব হামর মতো ভাবিক তকরাক গ্রহণ কেরিস ।
18
যুদি সে তোর কাছে কোনো অন্যায় কেরি রেহে কিংবা তোর কাছে সেথির কিছু কোনো অন্যায় কেরিক রেহেস কিম্বা তোর কাছে সেথির কিছু ধার কেরিক তাহলে তা হামর হিসাবে লেখিক রাখ ।
19
হামে পৌল নিজক হাতে এইগুলা লিখলিও; হামে তোরাক শোধ কেরিক দেব হামে একাথা বলেল ন্যে মাঙ্গাওয়ো যে তহ হামর ঠিনা কাছে মেলার ঋণী ।
20
হ্যাঁ ভাই, প্রভুম হামরাক আনন্দ কেরেল দি আর তহ খ্রীষ্টম হামর হৃদয় সতেজ কের ।
21
তহ আজ্ঞা বহন কেরেল সক্ষম সেটা হামর দৃঢ় বিশ্বাস হেও বলিক তোরনিক লেখরিক; যা কেললিরও তহ তকর সেথির বেশি কেরবি তা হামে জানায়ে ।
22
কিন্তু হামর জন্য রেহেক জাগুয়া ঠিক কেরিক রাখিও কারণ আশা কেরায়ে, তোরনিক প্রার্থনাক জন্য হামে তোরনিক ঠিনা আযুক সুযোগ পাবে ।
23
ইপাফ্র, খ্রীষ্ট যীশুম হামর সহবন্দী তোরাক শুভেচ্ছা জানায়ো,
24
মার্ক, আরিষ্ঠার্খ দীমা ও লূক, হামর এই সহকর্মীসেনি শুভেচ্ছা জানাওয়ো ।
25
প্রভু যীশু খ্রীষ্টক অনুগ্রহ তোরনিক আত্মাম সেঙ্গে রহোক । আমেন ।