অধ্যায় ৪
1
প্রভুসেনি , তোরনি দাসসেনিক উপর ঠিক আর ভাল বেবহার কর আর যেন তোরনিক একজন প্রভু স্বর্গম হো । পুনরায় নির্দেশাবলি ।
2
তোরনি প্রতিদিন সবসময় প্রার্থনা কর আর ধন্যবাদ সহকারে প্রার্থনাক মাধ্যমে সতর্ক রহ ।
3
হামনিক জন্যে একসেঙ্গে প্রার্থনা কর, যেন ঈশ্বর হামনিক জন্য কাথা বলেক দুয়ার খোল দিয়ে , খ্রীষ্টক নুকালো বিষয় জানেল পারি । কারণ এই কাথা জন্য হামে বাঁধা হেলে ।
4
আর প্রর্থনা কর যাতে হামে এটা পরিষ্কার ভাবে কেরেল পারায়ে আর যা হামর কেহা উচিত সেটা কেহেল পারিয়ে ।
5
বাহারক মেনষ্যানিক সেঙ্গে বুদ্ধি কেরিক চল আর বুদ্ধি কেরিক তোর সময় ব্যবহার কর ।
6
তোরনি সবসময় করুনাবিষ্ট ভেক কাথা বোল । ননক মতন স্বাদ যুক্ত হ আর সাবুক কীভাবে উত্তর দেবি হোটা জান । শেষ কাথা ।
7
হামর বিষয়ে সাব কিছু তুখিক তোরনিক জানােতো । ওহ একজন প্রিয় ভাই, একজন ঈশ্বরক বিশ্বাসক দাস আর প্রভু কামক একজন সেবা দাস ।
8
হামে বিশেষ কেরিক অকরাক তোরনি ঠিনা পাঠালিও, যেন তোরনি হামনিক জানেল পারি আর ওহু হামনিক মনাম উৎসাহ দেতে ।
9
তোর নিজক বিশ্বাসক আর প্রিয় ভাই ওনীষিমকো সেঙ্গে পাঠালিও । এহা যা ভেলে হোসনি তোরনিক সব খবর জানাতো ।
10
হামর সেঙ্গে বন্দী ভাই আরিষ্টার্খ আর বার্ণবাক কুটুম মার্ক শুভেচ্ছা জানাওযেকর বিষয়ে তোরনি আদেশ পালেয়ি, ‘’যুদি উুঁ তোরনিক ঠিনা আওয়ে, অকরাক গ্রহন কর ,
11
’’আর যীশু যেকরাক যুষ্ঠ নামে হাকাতো রেহেলে । ছিন্নত্বকসেনিক ভিতর কেবল হোসনি ঈশ্বরক রাজ্যক জন্যে হামোর সহকর্মী । হোসনি হামরাক সান্তনা দেলে ।
12
ইপাফ্রা তোরনিক শুভেচ্ছা জানায়ো । উুঁ তোরনিক ভিতর একজন আর একজন খ্রীষ্ট যীশুক দাস । উুঁ সবসময় প্রার্থনাম তোরনিক জন্যে সংগ্রাম কেরে যাতে তোরনি ঈশ্বরক ইচ্ছাম সম্পন্ন নিশ্চিত ভেক ঠোড়ুয়া রেহি ।
13
হামে অকর জন্রে সাক্ষী দেবে , উুঁ তোরনিক জন্যে , যেসনি লায়দিকেয়াম আর হিয়রাপলিম হে, হোসনিক জন্যেও কঠিন পরিশ্রম কেরে ।
14
প্রিয় ডাক্তার লুক আর দীমা তোরনিক শুভেচ্ছা জানায়ো ।
15
লায়দিকেয়াক ভাইগুলাক শুভেচ্ছা জানা আর নিম্ফাকেনি আর অকর ঘারাক মন্ডলীকেনি শুভেচ্ছা জানা ।
16
যেখনি হে চিঠিয়া তোরনিক ভিতর পড়া ভেললো , হেটা আরো লায়দিকেয়া মন্ডলীমেনিও পড়া ভেললে আর দেখ লায়দিকেয়া সেতির যে চিঠিয়া আতে সেটা তোরনিও পড়িও ।
17
আর্খিপ্পকেনি কহো , ”সেবা কাম কর যেটা তহে প্রভুমেনি গ্রহন কেরলেয়ি, যেন হেটা তহে শেষ কেরি ।’’
18
হামে পৌল হে শুভেচ্ছা হামে নিজক হাতম লেখলিয়ো । হামোর বন্দিদশা মনে কর । ঈশ্বরক দয়া তোরনিক সেঙ্গে রেহোক ।