অধ্যায় ১

1 এ চিঠিয়া লেখয়ে পুরাতন-বাছলো জেনেবেটি আর ওকর চেংরিয়াঠিন ; যেসনিক হামে সত্যে ভালবাসয়ে ( খালি হামে না , তেকর সেতির যেতনা লোক সত্য জানে সাবি ভালবাসে), 2 ঐ সত্যেক জন্যে, যেগুলা হামনিক মধ্যে বাস কেরে আর চিরদিন হামনিক সেঙ্গে রেহেতে । 3 করুনা ,দয়া, শান্তি, বাপ ঈশ্বর সেতির আর উ বাপ বেটা যিশু খ্রীষ্ট সেতির ,সত্যে ও ভালবাসাম হামনিক সেঙ্গে রেহেতে । 4 হামে মেলা আনন্দে হেয়ে,তেকর কারন দেখেল পাওয়ে যেরকম হামনি বাপা ঠিনা হুকুম পালয়ে ,তোর বেটা গুলাক মধ্যে কেহু কেহু সত্যে চেলে । 5 আর এখনি কোগে ভালো জেনি , হামে তোরাক নতুন কোনো হুকুম মতন ন্যে , কিন্তু শুরু সেথির হামনি যে আদেশ পালেয়ে, সেরকুম কেরিক তরাক অনুরোধ কেরেয়ে, যেনে হামনিক এক জনা আরেক জনাক ভালোবাসিয়ে । 6 আর ভালোবাসা ইটে,যেনে হামনি অকর হুকুম মত চেলি ; হুকুম ইটে যেরকুম তরনি গড়োয়া সেতির শুনলেহি, তোরনি যেনে হো প্রেমাম চেলি । 7 কারন দুনিয়াম মেলে ঠক মানুষ বাহারালে ; যেসনি যীশু খ্রীষ্ট যে মানুষ রুপম আল্লে সেটা স্বীকার নে কেরে ; ইসনি হেকে ঠক আর খ্রীষ্টক শত্রু। 8 নিজক সম্পর্কে সর্তক হো; হামনি যেটা বানালায়ে,সেটা তোরনি যেনে ন্যে হারায়ো, কিন্তু যেনে গোটে পুরষ্কার পাহি। 9 যে কইও এগুয়াক চেলে আর খ্রীষ্টক শিক্ষাম ন্যে রেহে, উহু ঈশ্বরক ন্যে পালে। উহ শিক্ষাম যে রেহে, তেহে বাপা আর বেটা দু্য়ো ঝনাক পালে। 10 আর যদি উহ শিক্ষা লেক তোরনি ঠিন আয়ে,তেহেলে অকরাক ঘারাম শুভেচ্ছা নে জানায়ো আর ওকরাক নমস্কার নে জানায়ো । 11 কারন যে ওকরাক নমস্কার জানাতে, উহ ওকর সব মন্দ কাজম জড়াতে । 12 তোনিক লেখার মেলে কাথা হেলে , কাগজ আর কালি ব্যাবহার কেরেক হামর ইচ্ছা নে ভেলে । কিন্তু আশা কেরেয়ে যে, হাম তোনিক কাছে যাক সামনা সামনা ভেক কাথা বলবে, যেনে হামনিক আনন্দ পুরা ভে যা । 13 তোনিক বাছাই কেরলো বেহিন বেটারা তোনিক নমস্কার জানাও ।