1
কিন্ত পবিত্র আত্না পরিস্কার কেরিক কেহে,কিছুদিন পরে কিছু মানুষ ছলনাময়ী আত্নাম আর ভূতসেনিক শিক্ষাম মন দেক ঈশ্বরক প্রতি বিশ্বাস হারাতে ।
2
হেটা এমন মিথ্যাসেনিক ভন্ডামিম ঘটতে,যেসনিক নিজক বিবেক,গর লোহার দাগের মত দাগযুক্ত হয়েছে ।
3
ওসনি বিয়ে কেরেল আর কোনো কোনো খাবার খেতে মানা কেরে, যা যা ঈশ্বর এই উদ্দেশ্য তৈরি কেরলে, কিন্তু যেসনি বিশ্বাসী ও সত্য জানে, তোরনি যেনো উকরাক ধন্যবাদ দেক খাবার খায়ো ।
4
বাস্তবে ঈশ্বরের তৈরি সাবি ভালো;ধন্যবাদ দেক খালে, কিছুই বাদ নে যাতে,
5
কারণ ঈশ্বরক বাক্য আর প্রার্থনা এবং প্রার্থনাক ভিতর দেক উটা পবিত্র ভেতে ।
6
এই সব কাথা ভাইসেনিক মনে কেরিক দেলে তহ খ্রীষ্ট যীশুক ভালো দাস হেবি; যে বিশ্বাসম ও ভালো শিক্ষা অনুসারে কেরিক আওয়াহি, তকর বাক্য পরির্পূণ রেথে,
7
কিন্তু ভক্তিহীন গল্প গ্রহণ ন্যে কেরলে , তা বয়ষ্ক জেনিবেটি বানানা গল্পক মতো ।
8
আর ঈশ্বরক ভক্তি নিজেক দক্ষ কর ; কারণ দেহেক ব্যয়াম শুধু অল্প বিষয়ে উপকারী হেওয়ে ; কিন্তু ভক্তি সব বিষয়ে উপকারী, তা এখনিও আগামী জীবনক প্রতিজ্ঞাযুক্ত ।
9
এই কাথা বিশ্বস্ত আর সম্পর্ণ গ্রহণ যোগ্য;
10
কারণ এই জন্য হামনি কঠিন পরিশ্রম ও প্রাণপন চেষ্টা কেরায়ে; কারণ উহু সব মানুষ, বিশেষ ভাবে বিশ্বাসীসেনিক ত্রাণকর্তা , হামনি সেই জীবন্ত ঈশ্বরক উপর আশা কেরিক আওয়ে ।
11
তহ এই সব বিষয়ে নির্দেশ কর ও শিক্ষা দি ।
12
তোর যৌবন ককোরক তুচ্ছ কেরেল ন্যে দিওয়ো , কিন্তু বাক্য আচরণে, প্রেমে, বিশ্বাসে ও শুদ্ধতায় বিশ্বাসে আর্দশ হ ।
13
হামে যেতনা দিন ন্যে আওয়ে , তহ পবিত্র শাস্ত্র গিরেল আর উপদেশ ও শিক্ষা দিয়েল মনোযোগী রহ ।
14
তোর রিদয় সেই অনুগ্রহ দান অবহেলা কের ন্য , যা ভাববাণীয়ক মাধ্যমে প্রাচীনসেনিক হাত রাখিক তোরনিক দেওয়া ভেলে । এসব বিষয়ে চিন্তা কর,
15
এসব মধ্যে নিজক স্থির রাখ , যেন তোর উন্নিতি সাবু দেখেল পাওয়ে ।
16
নিজক বিষয়ে ও তোর শিক্ষা বিষয়ে সাবধান হ , এ সবুম স্থির রহ ; কারণ সেটা কেরলে তহ কেরলে তহ নিজক ও তোর কাথা শেুনিক , ওসনিকও উদ্ধার কেরতে ।