আধ্যায় 1

1 পৌল, হামনিক ঈশ্বরক আদেশ অনুযায়ী এবং উদ্ধারকর্তা খ্রীষ্ট যীশু যেকর উপরাম হামনিক আশা, তেকর আদেশম খ্রীষ্ট যীশুম পাঠালো লোগ, 2 বিশ্বাস সম্বন্ধে হামর আসল বেটা তীমথিয়ক প্রতি চিঠি। পিতা ঈশ্বরও হামনিক প্রভু খ্রীষ্ট যীশু, অনুগ্রহ, দয়া ও শান্তি তোরনিক দান কেরেওয়ে। ভন্ড মাষ্টারুয়াসেনিক ঠিনা সাবধান। 3 মাকিদনিয়াতে যাক সময়ে যেরে কেরিক হামে তোরাক অনুরোধ কেরেললিয়ে যে, তোঁহ ইফিষম সেথির কিছু লোগক হেটা নির্দেশ দিই, যেন উসনি ভুল শিক্ষা ন্যাঁ দিয়ে, 4 এবং গল্প ও বড় গোষ্টিক তালিকাম মনোযোগ ন্যাঁ দিয়ে, [ যেমন এখনি কেরেয়ে]; কারণ হে বিষয়গুলা বরং ঝাগরাক সিষ্টি কেরে, ঈশ্বরক যে ধনাধ্যক্ষক কাজক সম্বন্ধে বিশ্বাস, যা হে বিষয়টাক তৈরি ন্যাঁ কেরে। 5 5 কিন্তু সে হুকুমক আসল কাথা ভেলে ভালবাসা, যেটা খাটি হৃদয়, সৎ বিবেক ও প্রকৃত বিশ্বাস সেথির বানানা; 6 কিছু লোক হে আসল বিষয়ক সেথির সরি যাক নিজে সেনিক মনগড়া খারাপ কাথা বার্তাম ভ্রান্ত ভেগ খারাপ পথম গেলে। 7 সেসনি ব্যবস্থা গুরু হয়েল মাঙ্গে, অথচ যেটা কেওয়ে ও যেকর বিষয়ে খাটি বিশ্বাসক সেঙ্গ জোর দেক বলে, সেটা ন্যা বুঝে। 8 কিন্তু হামনি জানিয়ে, ব্যবস্থা ভাল, যদি কইও ব্যবস্থা মানিক তেকর ব্যবহার কেরে, 9 হামনি হেটাও জানেয়ে যে, ধার্মিকক জন্যে নে, কিন্তু যেসনি অধার্মিক আর অবাধ্য, ভক্তিহীন আর পাপী, বদমাহিস আর অপবিত্র, বাপা আর মায়াক হত্যাকারী, খুনি, 10 খারাপ, জেনিপাগল, যেসনি দাস ব্যবসাক জন্যে মানুষ চরাওয়ে, মিথ্যাবাদী, যেসনি ঝুটো শপত কেরে, হোসনিক জন্যে আর যেগলা সত্যি শিক্ষাক বিরুদ্ধে, ওকর জন্যেই ব্যবস্থাক স্থাপন কেরা ভেলে । 11 হে শিক্ষা পরম ধন্য ঈশ্বরক হো মহিমাক সুসমাচার অনুযায়ী, যে সুসমাচারক দায়িত্ব হামরাক দেওয়া ভেলে ।পৌলক প্রতি যীশুক ভালোবাসা । 12 যেঁ হামরাক শেক্তি দেলে, হামনিক হো খ্রীষ্ট যীশুক ধন্যবাদ কেরেয়ে , কারণ উুঁ হামরাক বিশ্বস্ত মনে কেরিক ওকর সেবাম যুক্ত কেরলে, 13 যুদিও হামে আগু ঈশ্বরক নিন্দা কেরে হেলিয়ে, মারামারী আর অপমান কেরে হেলিয়ে; কিন্তু দয়া পালেয়ে, কারণ হামে নে বুঝিকেনি অবিশ্বাসক বশে হো সাব কামানি কেরে হেলিয়ে; 14 কিন্তু হামনিক প্রভুক দয়া, খীষ্ট যীশুমেনি বিশ্বাস আর প্রেমক সেঙ্গে,মেলে গুলা উপচিয়াক গিরলে । 15 হে কাথোয়া বিশ্বস্ত আর সম্পূর্ণভাবে গ্রহনক যোগ্য যে, খ্রীষ্ট যীশু পাপীগুলাক উদ্ধার কেরেক জন্যে দুনিয়াম আলে; হোসনিক মধ্যে হামে সাব সেতির বড় পাপী; 16 কিন্তু হামে হে জন্যে দয়া পালেয়ে , যীশু খ্রীষ্ট যেন হামোর মতন জঘন্য পাপীক জীবনম ওকর দয়াকেনি অসীম ধৈর্য্যকেনি প্রকাশ কেরে, হামে যেন হোসনিক আদর্শ হেওয়েল পারিয়ে, যেসনি অনন্ত জীবনক জন্যে ওকরাক বিশ্বাস কেরতে । 17 যেঁ যুগপর্য্যায়ক রাজা, অক্ষয় অদৃশ্য একমাত্র ঈশ্বর, যুগপর্য্যায়ক যুগে যুগে ওকর সম্মান আর মহিমা হোক । আমেন । 18 হামোর চেঙ্গের তীমথি,তোর বিষয়ে আগুক সব ভাববাণী অনুসারে, হামে তরাক হে আদেশ দিয়েয়ো , তহে জেন ওকর যুদ্ধ কেরেল পারি , 19 যেন বিশ্বাস আর ভালো বিবেক রক্ষা কর, ভালো বিবেক ত্যগ কেরেক জন্য কোকরো কোকরো বিশ্বাসক নৌকা ভাঙ্গি গেলে । 20 হোসনিক ভিতর হুমিনায় আর আলোকসান্দরও হে ; হামে হোসনিক শয়তানক হাতম দেদেলায়ে, যাতে হোসনি উচিত শিক্ষা পাওয়ে আর ঈশ্বরক নিন্দা কেরেক সাহস ন্যে পাওয়ে ।