বর এসেছিল মধ্যরাতে, যা ছিল প্রতাশিত সময়ের অনেক পরে.
বোকা কুমারীদের তেল কিনতে যেতে হয় এবং যখন তারা ফিরা আসে তাদের জন্য ভোজের দরজা বন্ধ হয়ে যায় .
বুদ্ধিমান কুমারীরা বরের সাথে বিয়ের ভোজে যায়.
যীশু বলেন যে বিশ্বাসীদের জেগে থাকা উচিত, কেননা তারা জানে না সেই দিন বা সেই ঘন্টা .
সেই দাস যার পাঁচ তালন্ত ছিল সে আরও পাঁচ তালন্ত বানাল এবং যার দুই তালন্ত ছিল সে আরও দুই তালন্ত বানাল.
সেই দাস যার এক তালন্ত ছিল সে মাটিতে গর্ত খোঁড়ে এবং তার মালিকের টাকা লুকিয়ে রাখে.
সেই মালিক দীর্ঘকাল দুরে ছিলেন.
সেই মালিক বললেন, "ভালো করেছ, ভালো এবং বিশ্বস্ত দাস!" এবং তাদের আরও অনেক বিষয়ে নিযুক্ত করলেন .
মালিক বললেন, "তুমি দুষ্ট এবং অলস দাস," তার কাছ থেকে সেই এক তালন্ত নিয়ে নিলেন এবং তাকে বাইরের অন্ধকারে ফেলে দিলেন.
মনুষ্য-পুত্র সমস্ত জাতিকে একত্র করবেন এবং লোকদের আলাদা করবেন একজনের থেকে অন্য জনকে.
যারা রাজার ডানদিকে তারা সেই রাজ্য পাবে যা তাদের জন্য প্রস্তূত করা হয়েছে পৃথিবীর তৈরির দিন থেকে .
যারা রাজার ডানদিকের তারা ক্ষুধিতদের খাবার ও তৃষ্ণার্তদের পানীয় দেবে, অপরিচিতদের যত্ন করবে, উলঙ্গকে কাপড় পড়াবে, অসুস্থকে দেখাশুনা করবে এবং কারাগারে বন্দিদের দেখতে যাবে.
যারা রাজার বামদিকে তারা সেই অনন্ত আগুন পাবে যা শয়তানের এবং তার দূতেদের জন্য প্রস্তূত করা হয়েছিল.
যারা রাজার বামদিকের তারা ক্ষুধিতদের খাবার ও তৃষ্ণার্তদের পানীয় দেবে না , অপরিচিতদের যত্ন করবে না, উলঙ্গকে কাপড় পড়াবে না, অসুস্থকে দেখাশুনা করবে না এবং কারাগারে বন্দিদের দেখতে যাবে না.