ফরীশীরা প্রভু যীশুর কাছে অভিযোগ করেছিলেন যে তাঁর শিষ্যেরা শস্য দানা ছিড়ে খায় যা বিশ্রামবারে করা অন্যায়.
প্রভু যীশু ফরীশীদের বলেছিলেন যে তিনি মন্দির বা ধর্মধাম থেকেও শ্রেষ্ঠ ব্যক্তি.
মনুষ্যপুত্র, প্রভু যীশুই হলেন বিশ্রামবারের কর্তা .
ফরীশীরা প্রভু যীশুকে জিজ্ঞাসা করেছিলেন, বিশ্রামবারে সুস্থ করা কি আইনত.
প্রভু যীশু বলেছিলেন বিশ্রামবারে ভালো কাজ করা .
ফরীশীরা বাইরে গিয়ে তাঁকে মেরে ফেলার জন্য তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করতে লাগলেন.
পরজাতিয়েরা ঈশ্বরের বিচারে মন ফেরাবেন ও প্রভু যীশুর উপরে ভরসা রাখবেন এই ভাববাণীটি যিশাইয় পরজাতীয়দের জন্য বলেছেন .
প্রভু যীশু বিতর্ক করবেন না, লোকেরা উচ্চস্বরে তার কথাও শুনতে পাবেন না, মচকানো বেত্গাছ তিনি ভাঙ্গবেন না, মিট মিট করে জ্বলতে থাকা পলতে নিভিয়ে দেবেন না.
প্রভু যীশু বলেছিলেন, যদি এক জন শয়তান আরেক জন শয়তানকে তাড়িয়ে দেয় তাহলে নিজেই নিজের বিরুদ্ধে ভাগ হয়ে গেল ,তবে শয়তানের রাজ্য কিভাবে স্থির থাকবে.
প্রভু যীশু বলেছিলেন যদি তিনি ঈশ্বরের আত্মা দ্বারা ভূত ছাড়ান তাহলে ঈশ্বরের রাজ্য তাদের কাছে উপস্থিত হয়েছে.
প্রভু যীশু বলেছিলেন পবিত্র আত্মার বিরুদ্ধে নিন্দা কখনই ক্ষমা করবেন না.
একটি গাছ তার ফলের দ্বারা চেনা যায়.
প্রভু যীশু বলেছিলেন ফরীশীদের কে তাদের কথার দ্বারাই বিচার ও তিরস্কার করা হবে.
প্রভু যীশু এই সময়ের লোকদের যোনার চিহ্নের কথা বলেছিলেন, তিনি যেমন ছিলেন তেমনি প্রভু যীশুও তিন দিন ও তিন রাত মাটির নীচে থাকবেন .
প্রভু যীশু বলেছিলেন তিনি যোনার থেকেও মহান ব্যক্তি.
নীনবীয়ের লোকেরা এবং দক্ষিণ দেশের রানী প্রভু যীশুর সময়ের লোকদের তিরস্কার করবেন কারণ তারা প্রত্যেকে যোনা ও শলোমনের দ্বারা ঈশ্বরের কথা মেনে নিয়েছিল কিন্তু এই সময়ের লোকেরা প্রভু যীশু যিনি যোনা ও শলোমন থেকেও মহান তার কথা মেনে নেয় না .
প্রভু যীশু বলেছিলেন তিনি শলোমনের থেকেও মহান ব্যক্তি.
প্রভু যীশুর সময়ের লোকেদের অবস্থা হবে সেই লোকটির মত যার মধ্যে থেকে একটি অশুচী আত্মা বের হয়েছিল কিন্তু সেই আত্মা আরো সাতটি অন্য আত্মাকে সাথে নিয়ে আবার ঐ লোকটির মধ্যে প্রবেশ করল তাতে ঐ লোকটির অবস্থা প্রথম থেকে আরো ভয়ংকর হল.
প্রভু যীশু বলেছিলেন যারা পিতার ইচ্ছা পালন করেন তারাই আমার ভাই, বোন, এবং মা.