প্রভু যীশু তাঁর বারো জন শিষ্যদের অশুচী আত্মা বের করা ও সমস্ত প্রকার অসুস্থতাকে সুস্থ করার ক্ষমতা দিয়েছিলেন.
প্রভু যীশুকে যে প্রতারণা করবে সেই শিষ্যের নাম ছিল যিহূদা ঈস্করিয়োতীয় .
প্রভু যীশু তাঁর শিষ্যদের শুধুমাত্র ইস্রায়েলের হারানো মেষের বাড়ীতে পাঠিয়ে ছিলেন .
না, শিষ্যেরা কোনো টাকা-পয়সা ও কোনো অতিরিক্ত কাপড়ও সাথে নিতে পারবেন না.
শিষ্যদেরকে গ্রামের কোন যোগ্য ব্যক্তির বাড়ী খুঁজে বের করতে হবে এবং যতদিন পর্যন্ত তারা সেই গ্রাম ছেড়ে না যায় তাদেরকে সেই বাড়ীতে থাকতে হবে .
যেসব শহর শিষ্যদের কে গ্রহন না করে বা তাদের কথা না শুনে সেই সব শহরের বিচার সদোম ঘমোরার থেকেও কঠিন হবে.
প্রভু যীশু বলেছিলেন লোকেরা তাঁর শিষ্যদের বিচার সভাতে দাঁড় করাবেন, চাবুক মারবেন, এবং মন্ত্রী ও রাজাদের সামনে টেনে আনবেন.
যখন শিষ্যেরা সভাতে সমর্পিত হবেন তখন পিতা ঈশ্বরের আত্মা তাদের মধ্যে দিয়ে কথা বলবেন.
প্রভু যীশু বলেছেন যেকোন ব্যক্তি শেষ পর্যন্ত এইসব সহ্য করবে সে পরিত্রান পাবে.
যারা প্রভু যীশুকে ঘৃনা করে তারা তাঁর শিষ্যদেরকেও ঘৃনা করে.
যারা আমাদের শরীর কে ধ্বংস করতে পারে কিন্তু আত্মাকে ধ্বংস করতে পারে না তাদেরকে আমরা যেন ভয় না করি.
যে আমাদের শরীর ও আত্মা উভয়ই ধ্বংস করতে পারেন তাঁকে ভয় করতে বলেছেন.
প্রভু যীশু তাকে পিতা ঈশ্বরের সামনে স্বর্গে স্বীকার করবেন.
প্রভু যীশু তাকে পিতা ঈশ্বরের সামনে স্বর্গে অস্বীকার করবেন.
প্রভু যীশু বলেছিলেন তিনি একই বাড়ীতে বিভেদ তৈরি করতে এসেছিলেন.
যদি কোন লোক প্রভু যীশুর জন্য জীবন হারায় তাহলে সে সেটা ফিরে পাবে.
যদি কেউ কোন ক্ষুদ্র শিষ্যকে এক গ্লাস ঠান্ডা জল পান করতে দেয় তাহলে সে তার পুরস্কার পাবে.