Matthew 9

Matthew 9:2

কিছু অধ্যাপক বা ধর্ম-শিক্ষকেরা কেন মনে করেছিলন যে প্রভু যীশু ঈশ্বরের নিন্দা করছে?

প্রভু যীশু যখন এক জন পক্ষাঘাতীকে বলেছিলেন তোমার পাপ ক্ষমা হল, তখন কিছু অধ্যাপক বা ধর্ম-শিক্ষকেরা ঐ কথার জন্য মনে করলেন প্রভু যীশু ঈশ্বরের নিন্দা করেছন .

Matthew 9:3

Matthew 9:5

প্রভু যীশু পক্ষাঘাতী লোকটিকে উঠ এবং চলে যাও না বলে কেন বলেছিলেন তার সমস্ত পাপ ক্ষমা হল?

প্রভু যীশুর পৃথিবীর পাপ ক্ষমা করার অধিকার আছে, এটা বোঝাতে তিনি পক্ষাঘাতী লোকটিকে বলেছিলেন তার সমস্ত পাপ ক্ষমা হল,.

Matthew 9:6

Matthew 9:8

লোকেরা যখন পক্ষাঘাতী লোকটির পাপ ক্ষমা ও শরীর সুস্থ হতে দেখলেন তখন তারা কেন ঈশ্বরের প্রশংসা করছিলেন?

এই অধিকার তাকে দেওয়ার জন্য তারা খুব আনন্দ ও ঈশ্বরের গৌরব করছিলেন.

Matthew 9:9

প্রভু যীশুর অনুসরণকারী হওয়ার আগে মথির পেশা কি ছিল?

প্রভু যীশুর অনুসরণকারী হওয়ার আগে মথি একজন কর সংগ্রহকারী ছিলেন.

Matthew 9:10

প্রভু যীশু এবং তার শিষ্যেরা কাদের সাথে বসে খাবার খেতেন?

প্রভু যীশু এবং তার শিষ্যেরা কর সংগ্রহকারী ও পাপীদের সাথে বসে .

Matthew 9:13

প্রভু যীশু কাদের মন ফেনোর জন্য এসেছিলেন বলেছেন ?

প্রভু যীশু বলেছেন তিনি পাপীদের মন ফেরানোর জন্য এসেছিলেন.

Matthew 9:15

প্রভু যীশু তার শিষ্যদের উপবাস না করার কারণ কি বলেছিলেন?

প্রভু যীশু তাদের সাথে আছেন এইজন্য তিনি বলেছিলেন তার শিষ্যেরা উপবাস করছে না.

প্রভু যীশু তার শিষ্যদের উপবাস করার কথা কখন বলেছেন?

প্রভু যীশু বলেছিলেন যখন তিনি তাদের কাছ থেকে চলে যাবেন তখন তার শিষ্যেরা উপবাস করবেন.

Matthew 9:20

রক্তস্রাবে ভুক্তা মহিলা কি এবং কেন করেছিলেন?

একজন রক্তস্রাবে ভুক্তা মহিলা ভেবেছিলেন, তিনি যদি প্রভু যীশুর পোশাকের কিছু অংশ স্পর্শ করেন তাহলে তার রোগ ভালো হয়ে যাবে.

Matthew 9:21

Matthew 9:22

প্রভু যীশু রক্তস্রাবে ভুক্তা মহিলার সুস্থতার ব্যাপারে কি বলেছিলেন?

প্রভু যীশু রক্তস্রাবে ভুক্তা মহিলার ব্যাপারে বলেছিলেন তার বিশ্বাসের জন্য তিনি সুস্থ হলেন.

Matthew 9:24

প্রভু যীশু যখন যিহূদি অধ্যক্ষের বাড়ীতে গেলেন তখন লোকেরা তার উপরে কেন হেসেছিলেন?

লোকেরা প্রভু যীশুর উপরে হেসেছিলেন যখন প্রভু যীশু বলেছিলেন যে মেয়েটি মারা যায়নি কিন্তু ঘুমোচ্ছে.

Matthew 9:26

প্রভু যীশু মৃত মেয়েকে জীবন দান করার পড়ে কি হয়েছিল?

প্রভু যীশু মৃত মেয়েকে জীবন দান করেছিলেন এই সংবাদটি চারদিকের সমস্ত অঞ্চলে ছড়িয়ে পড়েছিল.

Matthew 9:27

দু জন অন্ধ লোক খুব জোরে চিৎকার করে প্রভু যীশুকে কি বলছিলেন?

দু জন অন্ধ লোক খুব জোরে চিৎকার করে বলছিলেন, "দায়ূদ পুত্র, আমাদের প্রতি কৃপা করুন".

Matthew 9:29

প্রভু যীশু দুই জন অন্ধ লোককে সুস্থ করেছিলেন কেন?

প্রভু যীশু দুই জন অন্ধ লোককে তাদের বিশ্বাসের জন্য সুস্থ করেছিলেন.

Matthew 9:34

প্রভু যীশু বোবা লোকটিকে সুস্থ করার পরে ফরীশীরা তাঁর বিরুদ্ধে কি আরোপ লাগিয়েছিল?

ফরীশীরা প্রভু যীশুর উপরে আরোপ লাগিয়েছিলেন যে তিনি ভুতদের অধিপতির দ্বারা ভূত ছাড়ান.

Matthew 9:36

প্রভু যীশু জনগনের উপরে কেন করুনাবিষ্ট হয়েছিলেন?

জনগনের ভিড় দেখে তাদের উপরে প্রভু যীশুর করুনা হয়েছিল কারণ তারা চিন্তিত ও কি করবে বুঝতে পারছিলেন না এবং তারা সকলে পালকবিহীন মেষের মত ছিলেন .

Matthew 9:38

প্রভু যীশু তাঁর শিষ্যদের কিসের জন্য খুব তাড়াতাড়ি প্রার্থনা করতে বলেছিলেন?

প্রভু যীশু তাঁর শিষ্যদের শস্যখেতের মালিকের কাছে প্রার্থনা করতে বলেছিলেন যেন তিনি খুব তাড়াতাড়ি শস্যখেতে যোগ্য কর্মচারী পাঠিয়ে দেন.