Matthew 6

Matthew 6:1

পিতার কাছ থেকে আশির্বাদ নেওয়ার জন্য আমাদের ধর্মীয় কাজ-কর্ম কিরকম হওয়া উচিত?

আমরা যেন আমাদের ধর্মীয় কাজ-কর্ম নির্জনে করি.

Matthew 6:2

যারা তাদের ধর্মীয় কাজ-কর্ম লোকের সামনে করে তাদের জন্য কিরূপ পুরস্কার আছে?

যারা তাদের ধর্মীয় কাজ-কর্ম লোকের সামনে করে তারা শুধুমাত্র লোকের কাছ থেকেই প্রশংসারূপ পুরস্কার পায়.

Matthew 6:4

Matthew 6:5

যারা কপোটি তারা লোক দেখানো প্রার্থনা কি পুরস্কারের জন্য করে?

যারা কপোটি তারা লোকদের কাছ থেকে পুরস্কার পাওয়ার জন্য লোক দেখানো প্রার্থনা করে.

Matthew 6:6

যারা গোপনে প্রার্থনা করে তাদের কে পুরস্ককৃত করেন?

যারা গোপনে প্রার্থনা করে তাদেরকে পিতা পুরস্কার দেন.

Matthew 6:7

প্রভু যীশু আমাদের প্রার্থনা পুনরুক্তিপূর্ণ না করতে কেন বলেছেন?

প্রভু যীশু বলেছেন আমাদের প্রার্থনা যেন পুনরুক্তিপূর্ণ না হয় কারণ আমাদের প্রার্থনা করার পূর্বেই পিতা আমাদের প্রয়োজন জানেন.

Matthew 6:8

Matthew 6:10

পিতার ইচ্ছা কোথায় পূর্ণ হওয়ার জন্য প্রার্থনা করতে বলেছে?

আমরা যেন প্রার্থনা করি পিতার ইচ্ছাই পৃথিবীতে পূর্ণ হোক যেমন স্বর্গে তার ইচ্ছা পূর্ণ হয়.

Matthew 6:15

আমাদের প্রতি যারা অপরাধ করে তাদের যদি ক্ষমা না করি তাহলে পিতা আমাদের প্রতি কি করবেন?

আমাদের প্রতি যারা অপরাধ করে তাদের যদি ক্ষমা না করি তাহলে পিতাও আমাদের অপরাধ ক্ষমা করবেন না.

Matthew 6:16

পিতার কাছ থেকে পুরস্কার পাওয়ার জন্য কিভাবে আমদের উপবাস করতে হবে ?

পিতার কাছ থেকে পুরষ্কার পাওয়ার জন্য যখন আমরা উপবাস করব তখন আমাদের উপবাস যেন কেউ দেখতে না পায় ও উপবাসকারী মনে না করে, .

Matthew 6:18

Matthew 6:19

আমাদের ধন কোথায় এবং কেন সঞ্চয় করতে বলা হয়েছে?

আমরা যেন স্বর্গে ধন সঞ্চয় করি কারণ সেখানে এটা ধ্বংসও হয় না বা চুরিও যায়না.

Matthew 6:20

Matthew 6:21

যেখানে আমাদের ধন সেখানে আমাদের কি থাকবে?

আমাদের হৃদয় সেখানে থাকবে যেখানে আমাদের ধন থাকবে.

Matthew 6:24

কোন দুই জন অধিকর্ত্তার মধ্যে এক জনকে আমাদের মনোনীত করতে হবে?

ঈশ্বর এবং ধন এই দুই জনের মধ্যে যেকোন এক জনকে আমাদের অধিকর্ত্তা হিসেবে গ্রহন করতে হবে .

Matthew 6:25

আমরা কেন খাদ্য, পানীয় এবং বস্ত্রের ব্যাপারে চিন্তা করব না ?

কারণ পিতা ঈশ্বর আমাদের খাদ্য, পানীয় এবং বস্ত্রের ব্যাপারে চিন্তা করতে বারণ করেছেন পিতা যেমন আকাশের পাখীদের পালন করেন, আমদেরও পালন করবেন আমরা তাদের থেকেও বেশী মূল্যবান .

Matthew 6:26

Matthew 6:27

আমরা চিন্তা করে কিছুই করতে পারি না সে বিষয়ে যীশু আমাদের কি স্মরণ করিয়ে দিয়েছেন ?

যীশু আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন যে আমরা চিন্তা করে আমাদের জীবনে আমরা কেউই এক ঘন্টা সময়ও বাড়াতে পারিনা .

Matthew 6:33

আমাদের পৃথিবীস্থ সমস্ত প্রয়োজন জুগিয়ে দেওয়ার জন্য সর্বপ্রথম কি কাজ করতে হবে?

সর্বপ্রথম আমরা যেন স্বর্গ এবং ঈশ্বরের ধার্মিকতার জন্য কাজ করি, তাহলে আমাদের পৃথিবীস্থ সমস্ত প্রয়োজন ঈশ্বর জুগিয়ে দেবেন.