শয়তানের দ্বারা পরীক্ষা হওয়ার জন্য প্রভু যীশু পবিত্র আত্মার দ্বারা মরুভূমিতে পরিচালিত হলেন.
প্রভু যীশু মরুভূমিতে চল্লিশ দিন ও রাত্রি উপবাস করলেন .
শয়তান প্রভু যীশুকে প্রলোভিত করে পাথরকে রুটিতে পরিনত করতে বলেছিলেন.
প্রভু যীশু বলেছিলেন মানুষ কেবল রুটিতে বাঁচবে না, কিন্তু ঈশ্বরের মুখ থেকে নির্গত প্রত্যেক বাক্যে বাঁচবে.
শয়তান প্রভু যীশুকে পরীক্ষা করে বলেছিল যেন সে নিজেকে মন্দির থেকে নীচে ফেলে দেন .
প্রভু যীশু বলেছিল তুমি কখনো তোমার ঈশ্বরের পরীক্ষা করবে না .
পৃথিবীর সমস্ত রাজ্যের বিনিময়ে শয়তান চেয়েছিল প্রভু যীশু যেন তাকে প্রনাম করে .
প্রভু যীশু বলেছিল, তুমি শুধু তোমার ঈশ্বরেরই আরাধনা করবে এবং তার সেবা করবে .
যিশাইয় ভাববাদীর ভাববাণী পরিপূর্ণ হয়েছিল যেটা বলেছিল গালীলের লোকেরা একটা মহান আলো দেখতে পাবে .
প্রভু যীশু প্রচার করেছিলেন, "মন ফেরাও কেননা স্বর্গরাজ্য এখন সন্নিকটে হল".
পিতর, আন্দ্রিয়, যাকোব, এবং যোহন সকলেই জেলে ছিলেন.
প্রভু যীশু বলেছিলেন যে তিনি পিতর এবং আন্দ্রিয়কে মনুষ্যধারী তৈরী করবেন.
প্রভু যীশু গালীলের ধর্ম্ম-গৃহে বা সমাজ-গৃহে শিক্ষা দিয়েছিলেন.
যারা সকলে অসুস্থ এবং দুষ্ট আত্মা দ্বারা পীড়িত ছিল তাদের প্রত্যেককে প্রভু যীশুর কাছে আনা হল, এবং প্রভু যীশু তাদের সুস্থ করলেন .
এই সময়ে প্রচুর লোক প্রভু যীশুর পিছনে চলেছিলেন.