যিহূদিয়ার বৈৎলেহম নগরে প্রভু যীশুর জন্ম হয়েছিল.
পূর্ব্বদেশের পন্ডিতেরা প্রভু যীশুকে উপাধি দিয়েছিলেন "যিহূদীদের রাজা".
পন্ডিতেরা পূর্ব্বদেশে যিহূদীদের রাজার জন্য একটি তারা দেখেছিলেন.
যখন রাজা হেরোদ এই সংবাদ পন্ডিতদের কাছ থেকে শুনতে পেয়েছিলেন, সে উদ্বিগ্ন হয়েছিলেন.
খ্রীষ্ট বৈৎলেহমে জন্মাবে এই ভাববানীটি তারা আগে থেকেই জেনেছিলেন .
পূর্ব দিকের তারা তাদের আগে চলেছিল এবং প্রভু যীশু যেখানে ছিলেন সেখানে এসে থামল.
প্রভু যীশু খুবই ছোট্ট শিশু ছিলেন যখন পন্ডিতেরা তাঁকে দেখতে এসেছিলেন.
পন্ডিতেরা প্রভু যীশুকে স্বর্ণ, কুন্দুরু এবং গন্ধরস উপহার দিয়েছিলেন .
পন্ডিতেরা অন্য পথে বাড়ি ফিরেছিলেন কেননা ঈশ্বর তাঁদেরকে স্বপ্নের দ্বারা সাবধান করে দিয়েছিলেন যেন তাঁরা হেরোদের কাছে ফিরে না যায় .
যোষেফকে স্বপ্নের দ্বারা নির্দেশ দেওয়া হয়েছিল প্রভু যীশুকে এবং মরিয়মকে সঙ্গে নিয়ে এবং মিশরে পালিয়ে যেতে, কেননা হেরোদ প্রভু যীশুকে মারার জন্য চেষ্টা করছিলেন.
"আমি আমার পুত্রকে মিশর থেকে ডেকে আনলাম" এই ভাববানীটি পূর্ণ হয়েছিল, যখন পরে প্রভু যীশু মিশর থেকে ফিরেছিলেন .
হেরোদ বেৎলহমের সমস্ত পুং-শিশুকে (ছেলে) হত্যা করেছিলেন যাদের বয়স দুই বা তার নীচে ছিল .
যোষেফকে স্বপ্নের দ্বারা নির্দেশ দেওয়া হয়েছিল ইস্রায়েলে ফেরার জন্য .
গালীলির নাসরৎ নগরে যোষেফ মরিয়ম এবং যীশুকে নিয়ে বসতি স্থাপন করলেন .
খ্রীষ্টকে নাসরতীয় বলা হবে এই ভাববানীটিও এর দ্বারা পরিপূর্ণ হয়েছিল.