Matthew 12

Matthew 12:2

প্রভু যীশুর শিষ্যেরা কি করেছিলেন যার জন্য ফরীশীরা তাঁকে অভিযোগ করেছিলেন?

ফরীশীরা প্রভু যীশুর কাছে অভিযোগ করেছিলেন যে তাঁর শিষ্যেরা শস্য দানা ছিড়ে খায় যা বিশ্রামবারে করা অন্যায়.

Matthew 12:6

প্রভু যীশু কাদের কে বলেছিলেন যে তিনি মন্দির বা ধর্মধাম থেকেও শ্রেষ্ঠ ব্যক্তি?

প্রভু যীশু ফরীশীদের বলেছিলেন যে তিনি মন্দির বা ধর্মধাম থেকেও শ্রেষ্ঠ ব্যক্তি.

Matthew 12:8

মনুষ্যপুত্র, প্রভু যীশুর কোন অধিকার আছে ?

মনুষ্যপুত্র, প্রভু যীশুই হলেন বিশ্রামবারের কর্তা .

Matthew 12:10

ধর্মধামে, যে লোকটির হাত শুকিয়ে গিয়েছিল তার সামনে ফরীশীরা প্রভু যীশুকে কি প্রশ্ন জিজ্ঞাসা করেছিলেন?

ফরীশীরা প্রভু যীশুকে জিজ্ঞাসা করেছিলেন, বিশ্রামবারে সুস্থ করা কি আইনত.

Matthew 12:12

প্রভু যীশু বিশ্রামবারে কি কাজ করা ন্যায়্মূলক বলেছেন?

প্রভু যীশু বলেছিলেন বিশ্রামবারে ভালো কাজ করা .

Matthew 12:14

ফরীশীরা যখন দেখলেন যে প্রভু যীশু সেই মানুষটির শুকানো হাত ভালো করেছেন তখন তারা কি ষড়যন্ত্র করলেন?

ফরীশীরা বাইরে গিয়ে তাঁকে মেরে ফেলার জন্য তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করতে লাগলেন.

Matthew 12:18

তারা ঈশ্বরের বিচারে মন ফেরাবেন ও প্রভু যীশুর উপরে ভরসা রাখবেন এই ভাববাণীটি যিশাইয় কাদের জন্য বলেছেন?

পরজাতিয়েরা ঈশ্বরের বিচারে মন ফেরাবেন ও প্রভু যীশুর উপরে ভরসা রাখবেন এই ভাববাণীটি যিশাইয় পরজাতীয়দের জন্য বলেছেন .

Matthew 12:19

যিশাইয় প্রভু যীশু কি করবেন না বলে ভাববাণী করেছিলেন?

প্রভু যীশু বিতর্ক করবেন না, লোকেরা উচ্চস্বরে তার কথাও শুনতে পাবেন না, মচকানো বেত্গাছ তিনি ভাঙ্গবেন না, মিট মিট করে জ্বলতে থাকা পলতে নিভিয়ে দেবেন না.

Matthew 12:20

Matthew 12:21

Matthew 12:26

তিনি বেলসবূলের দ্বারা ভূত ছাড়ান, এই অপবাদের বিষয়ে প্রভু যীশু কি প্রতিউত্তর দিয়েছিলেন?

প্রভু যীশু বলেছিলেন, যদি এক জন শয়তান আরেক জন শয়তানকে তাড়িয়ে দেয় তাহলে নিজেই নিজের বিরুদ্ধে ভাগ হয়ে গেল ,তবে শয়তানের রাজ্য কিভাবে স্থির থাকবে.

Matthew 12:28

প্রভু যীশু যদি ঈশ্বরের আত্মা দ্বারা ভূত ছাড়ান তাহলে কি হবে?

প্রভু যীশু বলেছিলেন যদি তিনি ঈশ্বরের আত্মা দ্বারা ভূত ছাড়ান তাহলে ঈশ্বরের রাজ্য তাদের কাছে উপস্থিত হয়েছে.

Matthew 12:31

প্রভু যীশু কোন পাপের বিষয়ে বলেছিলেন যা কখনই ক্ষমা হবে না?

প্রভু যীশু বলেছিলেন পবিত্র আত্মার বিরুদ্ধে নিন্দা কখনই ক্ষমা করবেন না.

Matthew 12:33

একটি গাছ কিসের দ্বারা চেনা যায়?

একটি গাছ তার ফলের দ্বারা চেনা যায়.

Matthew 12:37

প্রভু যীশু ফরীশীদের কে কিসের দ্বারা বিচার ও তিরস্কার করার কথা বলেছেন?

প্রভু যীশু বলেছিলেন ফরীশীদের কে তাদের কথার দ্বারাই বিচার ও তিরস্কার করা হবে.

Matthew 12:39

এই সময়ের লোকদের প্রভু যীশু কি চিহ্নের কথা বলেছিলেন?

প্রভু যীশু এই সময়ের লোকদের যোনার চিহ্নের কথা বলেছিলেন, তিনি যেমন ছিলেন তেমনি প্রভু যীশুও তিন দিন ও তিন রাত মাটির নীচে থাকবেন .

Matthew 12:40

Matthew 12:41

প্রভু যীশু কার বিষয়ে বলেছিলেন যে তিনি যোনার থেকেও মহান ব্যক্তি?

প্রভু যীশু বলেছিলেন তিনি যোনার থেকেও মহান ব্যক্তি.

নীনবীয়ের লোকেরা এবং দক্ষিণ দেশের রানী প্রভু যীশুর সময়ের লোকদের তিরস্কার করবেন কেন?

নীনবীয়ের লোকেরা এবং দক্ষিণ দেশের রানী প্রভু যীশুর সময়ের লোকদের তিরস্কার করবেন কারণ তারা প্রত্যেকে যোনা ও শলোমনের দ্বারা ঈশ্বরের কথা মেনে নিয়েছিল কিন্তু এই সময়ের লোকেরা প্রভু যীশু যিনি যোনা ও শলোমন থেকেও মহান তার কথা মেনে নেয় না .

Matthew 12:42

প্রভু যীশু কার বিষয়ে বলেছিলেন যে তিনি শলোমনের থেকেও মহান ব্যক্তি?

প্রভু যীশু বলেছিলেন তিনি শলোমনের থেকেও মহান ব্যক্তি.

Matthew 12:43

প্রভু যীশুর সময়ের লোকদের অবস্থা কেমন হবে?

প্রভু যীশুর সময়ের লোকেদের অবস্থা হবে সেই লোকটির মত যার মধ্যে থেকে একটি অশুচী আত্মা বের হয়েছিল কিন্তু সেই আত্মা আরো সাতটি অন্য আত্মাকে সাথে নিয়ে আবার ঐ লোকটির মধ্যে প্রবেশ করল তাতে ঐ লোকটির অবস্থা প্রথম থেকে আরো ভয়ংকর হল.

Matthew 12:45

Matthew 12:46

প্রভু যীশু কাকে তাঁর ভাই, বোন এবং মা বলেছিলেন?

প্রভু যীশু বলেছিলেন যারা পিতার ইচ্ছা পালন করেন তারাই আমার ভাই, বোন, এবং মা.

Matthew 12:50