প্রভু যীশু তাঁর বারো জন শিষ্যদের কে শিক্ষা দেওয়ার পর প্রচার কাজের জন্য পাঠিয়ে দিলেন.
যোহন বাপ্তিস্মদাতা সংবাদ পাঠিয়ে ছিলেন, "আপনিই কি সেই লোক যার আসার কথা আছে, বা সে কি অন্য লোক যার অপেক্ষায় আমরা থাকব".
প্রভু যীশু বলেছিলেন অসুস্থেরা সুস্থ হচ্ছে, মৃতেরা জীবন পাচ্ছে, এবং দরিদ্রেরা সুসমাচার শুনতে পাচ্ছে.
প্রভু যীশু সেই সব লোকদের ধন্য বলেছেন যারা তাঁর মধ্যে কোন বাঁধার কারণ খুঁজে না পায়.
যোহন বাপ্তিস্মদাতা সেই প্রতিজ্ঞাবদ্ধ দূত যে প্রভুর পথ প্রস্তুত করবেন প্রভু যীশু আসার পূর্বে, এই কথাই তিনি বলেছিলেন .
প্রভু যীশু বলেছিলেন যোহন বাপ্তিস্মদাতা ছিল এলিয়.
এই সময়ের লোকেরা যোহন বাপ্তিস্মদাতাকে ভূতগ্রস্ত বলতেন .
এই সময়ের লোকেরা প্রভু যীশু কে একজন পেটুক ও একজন মদ্যপায়ী এবং করগ্রাহীদের বন্ধু এবং পাপী বলতেন.
প্রভু যীশু মহা-বিচার করার কথা বলেছিলেন সেই সব শহরের উপরে যেখানে তিনি সব থেকে বেশি কাজ করেছেন অথচ তারা মন ফেরায়নি.
প্রভু যীশু পিতা ঈশ্বরের প্রশংসা করেছেন কারণ তিনি স্বর্গ রাজ্যের বিষয় জ্ঞানী ও বুদ্ধমান লোকদের কাছে থেকে গোপনে রেখেছেন.
স্বর্গ রাজ্যের বিষয় সরল ও শিশু সুলভ লোকদের কাছে প্রকাশ করার জন্য প্রভু যীশু পিতা ঈশ্বরের ধন্যবাদ করেছেন.
প্রভু যীশু বলেছিলেন সে পিতাকে জানে, এবং তিনি যাকে ইচ্ছা তাকে তাঁর প্রকাশ করতে পারেন.
প্রভু যীশু সকল শ্রান্তক্লান্ত ও ভারাক্রান্ত লোকদের কে বিশ্রাম দেওয়ার জন্য প্রতিজ্ঞা করেছেন.