Matthew 8

Matthew 8:4

প্রভু যীশু কেন বলেছিলেন সুস্থ কুষ্ঠীকে যাজকদের কাছে যেতে এবং মোশীর ব্যবস্থা অনুসারে নৈবেদ্য উৎসর্গ করতে?

প্রভু যীশু কুষ্ঠীকে সুস্থ করার পর তাকে বললেন যাজকদের কাছে যেতে যেন তাদের প্রতি সাক্ষ্য দিতে পারেন .

Matthew 8:7

প্রভু যীশু কি করবেন বলে বললেন যখন শতপতি তার পক্ষাঘাতী দাসের কথা বলেছিলেন?

প্রভু যীশু বলেছিলেন সে শতপতির বাড়ীতে যাবেন এবং দাসকে সুস্থ করবেন.

Matthew 8:8

শতপতি কেন বলেছিলেন প্রভু যীশুকে যে তার বাড়ীতে আসার প্রয়োজন নেই?

শতপতিটি বলেছিলেন যে সে অযোগ্য প্রভু যীশুকে তার বাড়ীতে নিয়ে যাওয়ার জন্য, এজন্য প্রভু যীশু যদি সেখান থেকেই বাক্য বলেন এবং সুস্থ করেন .

Matthew 8:10

প্রভু যীশু শতপতির ব্যাপারে কি মন্তব্য করেছিলেন?

প্রভু যীশু বলেছিলেন শতপতির এত বড় বিশ্বাসের মত তিনি ইস্রায়েলের মধ্যে একজন কেও খুঁজে পাননি.

Matthew 8:11

প্রভু যীশু কাদের আসার এবং স্বর্গরাজ্যের মেজ পাত্রে একসাথে বসার বিষয়ে বলেছেন?

প্রভু যীশু বলেছিলেন বহুলোক পূর্ব এবং পশ্চিম থেকে আসবেন যারা স্বর্গরাজ্যের মেজ পাত্রে একসাথে বসবেন .

Matthew 8:12

প্রভু যীশু কাদের বিষয়ে বলেছেন যে অন্ধকারের মধ্যে ছুড়ে ফেলে দেওয়া হবে যেখানে রোদন এবং দন্তঘর্ষণ হবে?

প্রভু যীশু বলেছিলেন যে, রাজ্যের সন্তানদের অন্ধকারের মধ্যে ছুড়ে ফেলে দেওয়া হবে.

Matthew 8:14

যখন প্রভু যীশু পিতরের বাড়ীতে প্রবেশ করেছিলেন তখন সে কাকে সুস্থ করেছিলেন?

প্রভু যীশু পিতরের শ্বাশুরীকে সুস্থ করেছিলেন যখন সে পিতরের বাড়ীতে প্রবেশ করেছিলেন.

Matthew 8:15

Matthew 8:17

প্রভু যীশু দুষ্ট আত্মা তাড়ানো ও সুস্থ করার মধ্যে দিয়ে যিশাইয় ভাববাদীর কোন ভাববাণীটি পূর্ণ হল?

এই সব আশ্চর্য্য কাজের দ্বারা যিশাইয় ভাববাদীর, "তিনি নিজে আমাদের সমস্ত অসুস্থতা গ্রহন করলেন এবং ব্যাধি সকল বহন করলেন" এই ভাববাণী পূর্ণ হল.

Matthew 8:20

অধ্যাপক বা ধর্ম-শিক্ষক যখন প্রভূ যীশুকে অনুসরণ করার কথা জিজ্ঞাসা করেছিলেন তখন তিনি তার বাসস্থানের বিষয়ে কি বলেছিলেন?

প্রভু যীশু বলেছিলেন তার কোন স্থায়ী ঘর বা বাড়ী নেই.

Matthew 8:21

যখন এক জন শিষ্য তার বাবার মৃতদেহ কবর দেওয়ার পরে প্রভু যীশুকে অনুসরণ করতে চেয়েছিলেন, তখন প্রভু যীশু কি বলেছিলেন?

প্রভু যীশু শিষ্যদের তাকে অনুসরণ করতে বলেছিলেন, এবং মৃতদের ছেড়ে দিতে বলেছিলেন যেন মৃতেরা নিজেরাই নিজেদের কবর দেয়. .

Matthew 8:22

Matthew 8:24

যখন সমুদ্রের মধ্যে প্রচন্ড ঝড় উঠেছিল তখন প্রভু যীশু নৌকার মধ্যে কি করছিলেন?

যখন সমুদ্রের মধ্যে প্রচন্ড ঝড় উঠেছিল তখন প্রভু যীশু ঘুমোচ্ছিলেন.

Matthew 8:26

প্রভু যীশু তাদের কি বলেছিলেন, যখন তারা মৃত্যুর ভয়ে ভীত হয়ে, প্রভু যীশুকে ঘুম থেকে উঠিয়ে ছিলেন?

প্রভু যীশু তার শিষ্যদের বলেছিলেন, "তোমরা অল্প বিশ্বাসীরা কেন ভয় পাচ্ছ?".

Matthew 8:27

সেখানে ঝড় শান্ত করার পর শিষ্যেরা প্রভু যীশুর প্রতি আশ্চর্য্য কেন হয়েছিলেন?

ঝড় এবং সমুদ্রও প্রভু যীশুর কথা মেনে চলে এটা দেখে শিষ্যেরা আশ্চর্য্য হয়ে গিয়েছিল .

Matthew 8:28

প্রভু যীশু যখন গাদারীয় দেশে এসেছিলেন তখন কেমন প্রকারের লোকের সাথে দেখা হয়েছিল?

প্রভু যীশুর সাথে দুই জন ভূতগ্রস্থ লোকের দেখা হয়েছিল যারা খুবই হিংস্র ছিল.

Matthew 8:29

ভূতেরা মানুষদের দ্বারা যে কথা প্রভু যীশুকে বলেছিলেন সেই চিন্তার কারণ কি?

ভূতেরা চিন্তিত ছিল এই ভেবে যে প্রভু যীশু সময়ের আগেই তাদেরকে শাস্তি দিতে এসেছেন.

Matthew 8:32

প্রভু যীশু যখন ভূতদের মুক্ত করলেন তখন কি হয়েছিল?

যখন প্রভু যীশু ভূতদের মুক্ত করলেন, তখন তারা একটি শূকর দলের মধ্যে প্রবেশ করল ও খুব জোরে দৌড়িয়ে সমুদ্রে পড়ল এবং ধ্বংস হয়ে গেল.

Matthew 8:34

যখন লোকেরা শহর থেকে বাইরে বেরিয়ে এসে প্রভু যীশুর সাথে দেখা করলেন তখন তাঁকে কি করতে অনুরোধ করলেন?

সেখানের লোকেরা প্রভু যীশুকে তাদের অঞ্চল ছেড়ে চলে যেতে অনুরোধ করলেন.