আমাদের ভাইদের সাহায্য করার আগে, প্রথমে আমাদের নিজেদেরকে বিচার করতে হবে এবং আমাদের চোখের মধ্যে থেকে কুটা বের করতে হবে|.
পবিত্র বস্তু যদি কুকুরদের দেওয়া হয় তাহলে তারা সেটাকে পদতলে দলিত করে এবং ঘুরে তোমাদেরকেই খন্ড বিখন্ড করে.
পিতার কাছ থেকে কোন কিছু পাওয়ার জন্য আমাদেরকে চাইতে, খুঁজতে এবং দরজায় আঘাত করতে হবে.
পিতা তাদেরকে ভালো দ্রব্য দেয় যারা তার কাছে প্রার্থনা করে বা চায়.
ব্যবস্থা এবং ভাববাদীরা আমাদের শিক্ষা দেয়, আমরা অন্যদের কাছ থেকে যেরকম ব্যবহার আশা করি তাদের প্রতিও যেন ঠিক সেরকম ব্যবহার আমরা করি.
প্রশস্ত রাস্তা ধ্বংসের দিকে নিয়ে চলে .
সংকীর্ণ রাস্তা জীবনের দিকে নিয়ে চলে.
আমরা ভন্ড ভাববাদীদের তাদের জীবনের ফল দ্বারা চিনতে পারি.
যারা পিতার ইচ্ছাকে পালন করেন তারা স্বর্গরাজ্যে প্রবেশ করবেন.
প্রভু যীশু তাদের বলবেন, "আমি তোমাদের আপন বলে জানিনি, দুষ্টের দল! আমার সামনে থেকে দূর হও’ .
যারা প্রভু যীশুর বাক্য শুনে এবং পালন করেন তারা বুদ্ধিমান পুরুষ.
প্রভু যীশুর বাক্য যারা শুনে কিন্তু সেসব পালন করে না তারা মুর্খ পুরুষ.
প্রভু যীশু কর্তৃত্বের সাথে লোকদের শিক্ষা দিতেন, অধ্যাপক বা ধর্ম-শিক্ষকদের মত নয়.