যারা আত্মাতে দরিদ্র তারা ধন্য কারণ স্বর্গরাজ্য তাদের জন্যই.
যারা শোক করে তারা ধন্য কেননা তাদেরকে সান্ত্বনা দেওয়া হবে.
বিনম্র লোকেরা ধন্য কেননা তারা পৃথিবীর উত্তরাধিকারী হবে.
যারা ধার্মিকতা জন্য ক্ষুধিত এবং তৃষ্ণার্ত তারাও ধন্য কারণ তারা তৃপ্ত হবে .
যীশুর জন্য যারা অপমানিত ও অত্যাচারিত হয়েছে তারাও ধন্য কারণ স্বর্গে তাদের মহান পুরস্কার আছে.
বিশ্বাসীরা মানুষের সামনে জ্যোতি স্বরূপ হবে ভালো কাজের দ্বারা.
প্রভু যীশু পুরাতন নিয়মের ব্যবস্থা ও ভাববাণী পূর্ণ করতে এসেছিলেন|.
যারা ঈশ্বরের আজ্ঞা পালন করে এবং অন্য লোকদের শিক্ষা দেয়, তাদের প্রত্যেককে স্বর্গরাজ্যে মহান বলা হবে.
প্রভু যীশু বিচারের বিষয়ে শিক্ষা দিয়েছিলন যে শুধুমাত্র যারা হত্যাকারী তারা নয়, কিন্তু যারা ভাইয়ের সঙ্গে ঝগড়া করে তারাও প্রত্যেকে বিচারের সময়ে শাস্তি পাবে.
প্রভু যীশু শিক্ষা দিয়েছেন ভাইদের প্রতি যদি আমাদের হৃদয়ে কোন রকম দ্বেষ বা হিংসা থাকে তাহলে সেটা মিটিয়ে নিতে .
প্রভু যীশু শিক্ষা দিয়েছেন আদালতে বা বিচারে যাওয়ার আগে অভিযুক্ত ব্যক্তির সাথে আমাদের অভিযোগ সমাধান করে নেওয়া উচিত.
প্রভু যীশু শিক্ষা দিয়েছেন ব্যভিচার করাই শুধুমাত্র অপরাধী না কিন্তু যে কোন মেয়েদের দিকে কাম-দৃষ্টি করে সেও অপরাধী.
প্রভু যীশু বলেছেন আমরা যেন সেই সমস্ত কাজ থেকে দূরে থাকি যা আমাদের পাপের দিকে ঠেলে.
কেবলমাত্র ব্যাভিচারের কারণে প্রভু যীশু বিবাহ-বিচ্ছেদের অনুমতি দিয়েছেন.
যদি কোন স্বামী তার স্ত্রীকে ভুল কারণে পরিত্যাগ করে এবং সেই স্ত্রী পুনবিবাহ করে তবে সে তার স্ত্রীকে ব্যভিচারিনী করে .
প্রভু যীশু বলেছেন স্বর্গের নামে প্রতিজ্ঞা বা দিব্যি করার থেকে আমাদের কথা শুধু, "হ্যা, হ্যা," বা "না, না," হওয়া উচিত.
প্রভু যীশু আমাদের শিক্ষা দিয়েছিলেন আমরা যেন দুষ্টের প্রতিশোধ না নিই যারা আমাদের প্রতি খারাপ করে.
যারা আমাদের শত্রু এবং অত্যাচারী তাদেরকে ভালবাসতে এবং প্রার্থনা করতে প্রভু যীশু শিক্ষা দিয়েছেন.
প্রভু যীশু বলেছেন যারা আমদের ভালবাসেন কেবলমাত্র তাদেরকেই যদি ভালবাসি তাহলে আমাদের পুরস্কার নেই কারণ সেরকম অন্য জাতিরাও করে থাকে.