যোহন প্রচার করেছিলেন, অনুশোচনা কর, কেননা ঈশ্বরের রাজ্য খুবই কাছে".
ভাববাণীতে বলা হয়েছিল, বাপ্তিস্মদাতা যোহন প্রভুর জন্য পথ প্রস্তুত করবেন .
বাপ্তিস্ম নেওয়ার সময়ে লোকেরা তাদের পাপ স্বীকার করছিল .
বাপ্তিষ্মদাতা যোহন ফরীশী ও সদ্দূকীদের মন ফেরানোর বিষয়ে শিক্ষা দিয়েছিলেন যেন তারা যোগ্য লোক হতে পারেন.
যোহন ফরীশী ও সদ্দুকীদের সাবধান করেছিলেন যেন তারা নিজেদেরকে না ভাবে অব্রাহাম তাদের পিতা.
যোহন বলেছিল প্রত্যেক গাছ যেটিতে ভালো ফল না ধরে তাকে কেটে ফেলে দেওয়া হবে এবং আগুনে পোড়ানো হবে.
যোহনের পরে যিনি আসছেন তিনি পবিত্র আত্মা এবং আগুনের দ্বারা বাপ্তিস্ম দিবেন.
যীশু বলেছিলেন যে যোহনের দ্বারা যীশুর বাপ্তিস্ম হওয়া সম্পূর্ণ ঠিক যেন সমস্ত ধার্ম্মিকতা পরিপূর্ণ হয় .
যখন সে জল থেকে উঠেছিল, প্রভু যীশু দেখতে পেল, ঈশ্বরের আত্মা কপোতের মত তার উপরে নেমে আসছে .
স্বর্গ থেকে যে বানীটি হল, "এই আমার প্রিয় পুত্র, এর প্রতি আমি অত্যন্ত প্রীত".